Top 10 Durga Puja 2025 pandals in Kolkata with best Lighting dgtl
Durga Puja Decoration
দুর্গাপুজোয় চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতে চান? ঘুরে আসতে পারেন এই মণ্ডপগুলিতে...
দুর্গাপুজোর সময় মণ্ডপের সাজ পরিপূর্ণ করে তোলে তার সঙ্গে মানানসই আলোকসজ্জা।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
শহর কলকাতা ও তার আশেপাশের একাধিক ক্লাব দুর্গাপুজোয় তাদের অসাধারণ আলোকসজ্জা করানোর জন্য বিখ্যাত। প্রতি বছরই এই ক্লাবগুলি তাদের নতুন নতুন থিমের মাধ্যমে দর্শকদের চমক দেয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। এমনই কয়েকটি ক্লাবের তালিকা এখানে দেওয়া হল, যাদের পুজোর আলোর কাজ সকলের নজর কাড়ে।
০২১১
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব: বরাবরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের চোখ ধাঁধানো থিম এবং আলোকসজ্জার জন্য পরিচিত। গত কয়েক বছরে তারা বিভিন্ন বিখ্যাত স্থাপত্যের আদলে মণ্ডপ তৈরি করেছে। যা দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। এ বছরও তাদের লাইটিং দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা যায়।
০৩১১
সন্তোষ মিত্র স্কোয়ার: কলকাতার অন্যতম সেরা পুজোর লাইটিং দেখতে চাইলে আপনাকে অবশ্যই যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারে। তাদের আলোকসজ্জার সঙ্গে থিমের দারুণ মেলবন্ধন ঘটে।
০৪১১
চোরবাগান সার্বজনীন: উত্তর কলকাতার অন্যতম প্রাচীন এই পুজোটি তার লাইটিং-এর জন্য বিখ্যাত। চোরবাগান সার্বজনীন-এর আলোকসজ্জা বেশ আধুনিক এবং সৃজনশীল হয়। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের আলোর কাজ এক ভিন্ন মাত্রা যোগ করে।
০৫১১
কুমারটুলি পার্ক: কুমারটুলি পার্কের পুজো মূলত তাদের প্রতিমার জন্য পরিচিত হলেও, সাম্প্রতিক বছরগুলিতে তাদের আলোকসজ্জাও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা এবং মনমুগ্ধকর আলোর ব্যবহার তাদের পুজোর সৌন্দর্য্য আরও বাড়িয়ে তোলে।
০৬১১
বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড: বরানগরের এই পুজোটিও তার ব্যতিক্রমী থিম এবং আলোকসজ্জার জন্য বিখ্যাত। প্রতি বছর তারা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানকার লাইটিং-এর কাজ শহরের অন্যতম সেরা।
০৭১১
বাদামতলা আষাঢ় সংঘ: দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো তার অভিনব থিম এবং তার সঙ্গে মানানসই আলোকসজ্জার জন্য পরিচিত। বাদামতলা আষাঢ় সংঘের পুজোয় আলোর সাজ শুধু একটি অলঙ্কার নয়, বরং থিমের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
০৮১১
একডালিয়া এভারগ্রিন: ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে একডালিয়া এভারগ্রিনের পুজো তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে। মণ্ডপ এবং প্রতিমার পাশাপাশি তাদের আলোকসজ্জাও পুরনো ঐতিহ্য তুলে ধরে, যা দেখতে ভিড় হয় প্রচুর।
০৯১১
কালীঘাট মিলন সংঘ: কালীঘাটের এই পুজোটি তার সহজ-সরল কিন্তু মনকাড়া আলোর সাজের জন্য পরিচিত। বড় বড় প্যান্ডেলের মতো জাঁকজমক না থাকলেও, তাদের আলোকসজ্জা একটি স্নিগ্ধ এবং আন্তরিক পরিবেশ তৈরি করে।
১০১১
বাবুবাগান সার্বজনীন: দক্ষিণ কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো হল, বাবুবাগান সার্বজনীন। তাদের মণ্ডপ এবং প্রতিমার পাশাপাশি আলোকসজ্জাও কাজও বেশ প্রশংসিত। এটি মূলত দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমায় একটি গুরুত্বপূর্ণ স্টপ।
১১১১
হিন্দুস্তান ক্লাব: রঙিন বাহারি আলোর চাঁদোয়া দেখতে প্রতি বছর ভিড় জমে এখানে। দক্ষিণ কলকাতার এই পুজো তাদের থিমের পাশাপাশি আলোকসজ্জার জন্যও জনপ্রিয়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।