Tradition of Bholanath Dham to release sky lanterns on the day of Kali Puja dgtl
Kali Puja special
কালীপুজোয় ফানুস উৎসবের সাক্ষী থাকতে চান? গন্তব্য হোক কলকাতার এই জায়গা
কালীপুজোর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে আলোর রোশনাই। বাড়ি, মন্দির প্রদীপ দিয়ে সাজানোর পালা তো আছেই। সঙ্গে চলে দেদার বাজি ফাটানো।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কালীপুজোর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে আলোর রোশনাই। বাড়ি, মন্দির প্রদীপ দিয়ে সাজানোর পালা তো আছেই। সঙ্গে চলে দেদার বাজি ফাটানো।
০২১০
কিন্তু আজকাল অনেকেই বায়ু এবং শব্দ দূষণ এড়াতে বাজি ফাটান না। বরং ফানুস ওড়ান। কিন্তু কখনও কি ফানুস ফেস্টিভ্যালের সাক্ষী থেকেছেন?
০৩১০
না থাকলে, এই কালীপুজোয় আপনার গন্তব্য হতে পারে কলকাতার এই বনেদি বাড়ি।
০৪১০
হ্যাঁ, আজকাল অনেক জায়গায় ফানুস ওড়ানোর আয়োজন করা হয়। কিন্তু অতীতে সুতানুটি অঞ্চলে কালীপুজোর দিন কম বেশি সমস্ত বাড়িতেই ফানুস ওড়ানোর রীতি ছিল। আর আজও সেই রীতি বহন করে চলেছে কলকাতার এই বনেদি বাড়ি, ভোলানাথ ধাম।
০৫১০
গত ৯৭ বছর ধরে কালীপুজোর দিন ভোলানাথ ধামে এই পরিবারের সকলে মিলে নানা রকমের ফানুস ওড়ান।
০৬১০
ভোলানাথ ধামের দুর্গাপুজো বিখ্যাত, ঠিক তেমন ভাবেই বিখ্যাত এদের কালীপুজোয় ফানুস ওড়ানোর রীতি।
০৭১০
কালীপুজোর দিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এই বাড়ির ফানুস ওড়ানোর রীতির সাক্ষী থাকতে।
০৮১০
ভোলানাথ ধামে ১৯২৫ সালে প্রথম বছর ফানুস ওড়ানো হয়। সেই থেকে এই রীতি আজও চলে আসছে।
০৯১০
আগে এই বাড়ির ফানুসের জন্য বিদেশ থেকে কাগজ আনা হতো।
১০১০
তাই এই পুজোয় চাইলে বিডন স্ট্রিটের এই বনেদি বাড়ি থেকে ঘুরে আসতে পারেন কালীপুজোয়। সাক্ষী থাকতে পারেন রং, বেরং, বাহারি আকার, বিভিন্ন বার্তা দেওয়া ফানুস ওড়ানোর। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)