Tradition of Birbhums famous nandikeshwari temple dgtl
Sainthias nandikeshwari temple
মূল মন্দিরে নেই কোনও মূর্তি! একদা দেবীর নামেই শহর ছিল ‘নন্দীপুর’, কোথায় নন্দীকেশ্বরীর মন্দির?
বীরভূমের অন্যতম পর্যটনকেন্দ্র এই সাঁইথিয়া।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ০৯:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
দেবীর নামেই একদা শহরের নাম হয়েছিল ‘নন্দীপুর’। এখন অবশ্য তা পুরোপুরি সাঁইথিয়া। দেবী নন্দিকেশ্বরীই এই শহর এবং সংলগ্ন এলাকার আরাধ্যা দেবী।
০২১০
বীরভূমের অন্যতম পর্যটনকেন্দ্র এই সাঁইথিয়া।
০৩১০
মোট পাঁচটি সতীপীঠ বীরভূমে। বক্রেশ্বরে দেবী মহিষমর্দিনী, লাভপুরে দেবী ফুল্লরা, বোলপুরের কাছে কঙ্কালীতলা, নলহাটীতে নলাটেশ্বরী এবং সাঁইথিয়ায় দেবী নন্দীকেশ্বরী।
০৪১০
এখানকার নন্দীকেশ্বরীর মন্দির বীরভূমের ৫টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি স্থান।
০৫১০
কথিত, এখানেই নাকি পড়েছিল সতীর কণ্ঠহার। সেই থেকেই এটি অন্যতম একটি তীর্থস্থান হিসেবে দর্শনার্থীদের কাছে বহুল আলোচিত।
০৬১০
মন্দিরটি নির্মিত হয় আনুমানিক ১৯১৩ সালে।
০৭১০
দেবী নন্দীকেশ্বরী এখানে কচ্ছপের আকারের একটি পাথরের উপরে অধিষ্ঠিত। তবে মূল মন্দিরে দেবীর কোনও মূর্তি নেই।
০৮১০
বলা হয়, মহাদেবের বাহন নন্দী দেবীর পুজো করতেন বলেই তাঁর এমন নামকরণ।
০৯১০
সাঁইথিয়া স্টেশনের একদম কাছেই এই মন্দির। বলা যেতে পারে, শহরের একেবারে কেন্দ্রস্থলে নন্দীকেশ্বরীর অবস্থান।
১০১০
এই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সাঁইথিয়া যাতায়াতের সরাসরি বাস এবং ট্রেনের যোগাযোগ রয়েছে। কাজেই এই সতীপীঠ দর্শনে পর্যটকদের আগমনও বেড়ে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)