Tradition of Kolkatas One of the Luxurious Kali Puja Known as Fatakesto Kali Puja dgtl
Kolkatas Fatakesto Kali
কলকাতার এই পুজোয় ভিড় জমাতেন উত্তম, অমিতাভ থেকে আরডি বর্মন! আজও স্বমহিমায় উদ্যাপিত ফাটাকেষ্ট কালী
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১০:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে…’ ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তীর মুখে এই সংলাপ কার না অজানা!
০২১২
তবে পর্দার নয়, বরং শহর কলকাতায় আসলেই প্রথম ডন ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফ ‘ফাটাকেষ্ট’। আর তাঁরই হাত ধরে জনপ্রিয়তা পায় কলকাতার এই ‘ফাটাকেষ্ট’ কালীপুজো।
০৩১২
১৯৯২ সাল, হৃদ্রোগে আক্রান্ত হয় মৃত্যু হয় তাঁর।
০৪১২
বর্তমানে সেই দাপুটে ব্যক্তিত্ব আর নেই। তবে এখনও সাড়ম্বরেই উদ্যাপন হয়ে আসছে তাঁর বহু আলোচিত এই কালীপুজো।
০৫১২
সুবিশাল দেবীপ্রতিমা, গাঢ় নীল গাত্রবর্ণ, পটল চেরা চোখ- অপূর্ব এই দেবী প্রতিমা থেকে যেন নজর ফেরানো দায়।
০৬১২
দুর্গাপুজোর পর ঠিক কালীপুজোর ১০ দিন আগেই কুমোরটুলিতে দেবীর চক্ষুদান করা হয়।
০৭১২
পুরনো কলকাতার অন্যতম জাঁকজমকপূর্ণ পুজো ছিল এটি। এখন জৌলুস খানিক ফিকে হলেও, বিশাল শোভাযাত্রার মাধ্যমে ঠাকুরকে নিয়ে আসা হয় পুজোর স্থানে।
০৮১২
শুধু কলকাতা কেন, দেবীর কাছে মানত করে থাকেন শহরের বাইরের বহু মানুষও। মনস্কামনা পূর্ণ হলে নিজেরাই ছুটে আসেন তাঁরা।
০৯১২
ঠিক যেমন করে ভিড় জমাতেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আরডি বর্মন-সহ তাবড় তাবড় তারকারা। তালিকায় ছিলেন উত্তম কুমার, আশা ভোঁসলেও।
১০১২
শুধু আড়ম্বর নয়, দেবীর পুজো হয় ভক্তি ভরে।
১১১২
এমনও শোনা যায়, কুমোরটুলি থেকে ফাটাকেষ্টর ঠাকুর না বেরোলে নাকি অন্য কোনও ঠাকুর মণ্ডপে যায় না।
১২১২
উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং একটু এগোলে কলেজ স্ট্রিটের বইপাড়া। এখানেই এক গলির মধ্যে উঁকি দিলেই দেখা পাওয়া যাবে দেবীর। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।