এইচপি ১৫এস রিজেন ৩ ল্যাপটপ: এই ল্যাপটপটি তার মসৃণ পারফরম্যান্সের জন্য খুবই জনপ্রিয়। এতে রয়েছে এএমডি রিজেন ৩ প্রসেসর এবং ৮জিবি ব়্যাম, যা মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ। ২৫৬জিবি বা ৫১২জিবি এসএসবি স্টোরেজ-সহ পাওয়া যায়। যা ল্যাপটপের কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। স্টাইলিশ ডিজাইন, ভালো ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং সুবিধা রয়েছে।