PG Admission 2025

বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই বায়োটেকনোলজিতে মিলবে উচ্চশিক্ষার সুযোগ

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এর তরফে বায়োটেকনোলজিতে এমটেক পড়ার সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:০৬
MTech in Biotechnology will be taught at Maulana Abul Kalam Azad University of Technology (MAKU).

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ বায়োটেকনোলজিতে এমটেক পড়ানো হবে। ছবি: সংগৃহীত।

বায়োটেকনোলজি মাল্টিডিসিপ্লিনারি বিষয় হিসাবে পরিচিত। কারণ এই বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর ফার্মাসিউটিক্যাল, কৃষি কিংবা ম্যানুফ্যাকচারিং বিভাগের মতো ক্ষেত্রে কাজ কিংবা গবেষণার সুযোগ মেলে। জীববিদ্যা (বায়োলজি), রসায়ন এবং ম্যাথমেটিক্‌সে দক্ষতা থাকলে এই বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পড়তে পারবেন আগ্রহীরা।

Advertisement

সম্প্রতি এই বিষয়টি নিয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক)-এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ৩০ জনকে ভর্তি নেওয়া হবে। তবে আসন সংখ্যা পরিবর্তিতও হতে পারে।

বায়োটেকনোলজি, ফার্মাসি এবং সমতুল্য বিষয়ে স্নাতক অথবা জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট কোর্সের জন্য ভর্তি হতে পারবেন। তবে, উভয় ক্ষেত্রে ৬০ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়।

এ ছাড়াও তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন বায়োটেকনোলজি (গ্যাট-বি) বা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্টে উত্তীর্ণ হতে হবে। উল্লিখিত প্রবেশিকায় উত্তীর্ণরাই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়ার সুযোগ পাবেন। তবে, যাঁরা গ্যাট-বি উত্তীর্ণ হয়েছেন, তাঁদের প্রতি মাসে ফেলোশিপ হিসাবে ১২ হাজার টাকা দেওয়া হবে। এই অনুদান কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির তরফে বরাদ্দ করা হয়ে থাকে।

অনলাইনে আগ্রহীদের ফর্ম পূরণ করে ভর্তি হওয়ার আবেদন জানাতে হবে। ফর্মের লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (makautwb.ac.in) পাওয়া যাবে। আবেদনের শেষ দিন ৭ জুলাই। মেধাতালিকা ১৫ জুলাই প্রকাশ করা হবে। কোর্স ফি ৮৬ হাজার ৮০০ টাকা এবং ভর্তি হওয়ার সময় অ্যাডমিশন ফি ৩২ হাজার ৭০০ টাকা ধার্য করা হয়েছে।

চলতি বছর গ্যাট-বি নেওয়া হয়েছিল ১৩ মে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তরফে ওই পরীক্ষার আয়োজন করা হয়। ২০২৫-এ ১৩ হাজার ২৭২ জন পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার ফল ঘোষণা করা হয় ১৩ মে।

Advertisement
আরও পড়ুন