Online Internships for Graduates

সাইবার সুরক্ষায় দক্ষ হতে চান? প্রশিক্ষণ দেবে ভার্চুয়াল অ্যাকাডেমি, খরচ কত?

অপারেটিং সিস্টেম সার্ভার, নেটওয়ার্ক এবং তার সুরক্ষা সম্পর্কিত একাধিক বিষয়ে অনলাইনেই জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:৩৬
Opportunity to receive training in cyber security.

সাইবার সুরক্ষায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। প্রতীকী চিত্র।

অনলাইনে তথ্য চুরির ঘটনা নতুন কিছু নয়। নিষিদ্ধ ওয়েবসাইটে হামেশাই সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। ডিজিটাল জালিয়াতির প্রবণতাও বেড়েছে কয়েকগুণ। পরিস্থিতির মোকাবিলা করতে সাইবার সুরক্ষার পাঠ শুরু হয়েছে স্কুলস্তরেও। তবে, যাঁরা স্নাতক স্তরে অন্য কোনও বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাঁরাও সাইবার সুরক্ষা নিয়ে চর্চার সুযোগ পেতে পারেন।

Advertisement

তবে, এর জন্য আলাদা করে কোনও কোর্স করতে হবে না। সাইবার সুরক্ষা নিয়ে জানতে আগ্রহীরা অনলাইনে ইন্টার্নশিপের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)-র ভার্চুয়াল অ্যাকাডেমির তরফে ওই ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে।

অনলাইনে লিনাক্স ফান্ডামেন্টালস, ফায়ার ওয়াল, সিকিওরিটি মনিটরিং, অপারেটিং সিস্টেম সার্ভার, নেটওয়ার্ক এবং তার সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলি শেখানো হবে। যোগদানকারীরা থিয়োরির পাশাপাশি, প্র্যাকটিক্যালের ক্লাসও করতে পারবেন। ক্লাস সম্পূর্ণ হওয়ার পর মূল্যায়নের জন্য প্রকল্পভিত্তিক কাজও করতে হবে। তার ভিত্তিতেই শংসাপত্র পাবেন।

২ জুলাই থেকে ছ’সপ্তাহ পর্যন্ত ইন্টার্নশিপটি চলবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য কোনও বিষয়ে স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনা চলছে, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে হবে। নাম নথিভুক্ত করার শেষ দিন ৩০ জুন। কোর্স ফি হিসাবে দিতে হবে এক হাজার টাকা। এনআইইএলআইটি-র ভার্চুয়াল অ্যাকাডেমির ওয়েবসাইট (nva.nielit.gov.in) থেকে আবেদনের শর্তাবলি সম্পর্কে বিশদ জেনে নিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন