প্রতীকী চিত্র।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রবেশিকার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (এনসিএইচএম জেইই)-এ আবেদনের শেষ দিন ছিল চলতি মাসেই। এ বার সেই মেয়াদ আরও দু’মাস বাড়ানো হল।
২০২৬-এর প্রবেশিকার আয়োজন করা হবে আগামী ২৫ এপ্রিল। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হবে সিবিটি মাধ্যমে। পরীক্ষায় উত্তীর্ণেরা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি (এনসিএইচএমসিঅ্যান্ডসিটি) অধীনস্থ বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাবেন। ভর্তির সুযোগ পাবেন হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন(এইচএইচএ)-এর বিএসসি কোর্সে।
যে পড়ুয়ারা দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাই আবেদন জানাতে পারবেন স্নাতকে ভর্তির এই প্রবেশিকায়।
আগ্রহীদের https://exams.nta.nic.in/nchm-jee/-এ গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। এ জন্য গত বছরের শেষ থেকেই শুরু হয় আবেদন প্রক্রিয়া। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ মার্চ আবেদনের শেষ দিন।