SKBU Admission 2025

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে নানা বিষয় পড়ার সুযোগ, চলছে ভর্তি প্রক্রিয়া

বিভিন্ন কোর্সের মেয়াদ ছ’মাস থেকে এক বছর। কোর্সের উপর নির্ভর করে আসনসংখ্যা ১৫ থেকে ৭০।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:০৭
Sidho Kanho Birsha University

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ। শুরু হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, আগ্রহীদের থেকে ইতিমধ্যেই অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এ বার সেই আবেদন প্রক্রিয়ার সময়সীমাও বৃদ্ধি করা হল বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষা, সোশ্যাল বিহেভিয়েরাল চেঞ্জ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইনকাম ট্যাক্সেশন প্রসিডিওর, মিউজ়িয়োলজি অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক হেলথ, ঝুমুর, ছৌ, সাঁওতালি নাচ-গান, মানবীবিদ্যা, মিউজ়িক, সাইকোলজিক্যাল কাউন্সেলিং-এর মতো মোট ২০টি বিষয় পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এগুলি সবই পিজি সার্টিফিকেট, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স।

বিভিন্ন কোর্সের মেয়াদ ছ’মাস থেকে এক বছর। কোর্সের উপর নির্ভর করে আসনসংখ্যা ১৫ থেকে ৭০। একই ভাবে বিষয়ের উপর নির্ভর করে কোর্স ফি হবে ২,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা। বিষয়ের উপর নির্ভর করে আবেদনকারীদের জন্য যোগ্যতামান ধার্য করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য ধার্য করা হয়নি। আগামী ২৭ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর বেশির ভাগ কোর্সে মেধার ভিত্তিতে (কিছু বিষয়ের ক্ষেত্রে দক্ষতা পরীক্ষার মাধ্যমে) পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন