DIAT Recruitment 2025

জেআরএফ প্রয়োজন রাষ্ট্রায়ত্ত সংস্থায়, কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৫:১২
Defense Institute of Advanced Technology.

ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি। ছবি: সংগৃহীত।

ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজিতে কর্মখালি। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিউকেশন, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড পদার্থবিদ্যা বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের সুযোগ পাবেন।

আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে মোট ১১ মাসের চুক্তিতে কাজ করতে হবে।

ইমেল মারফত সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ মে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন