আইআইইএসটি, শিবপুর। নিজস্ব চিত্র।
স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের গবেষণার সুযোগ দেবে আইআইইএসটি, শিবপুর। প্রতিষ্ঠানের মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে তাঁদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ দু’টি।
ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। তবে, যাঁরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
নিযুক্তদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কোল ইন্ডিয়া লিমিটেড-এর অর্থপুষ্ট প্রকল্পে তাঁদের কাজ করতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৪৮,১০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের মেশিন লার্নিং, পাইথন কোডিং সংক্রান্ত বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকা দরকার।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। ১৬ জানুয়ারি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তার আগে ৯ জানুয়ারির মধ্যে প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন।