NHB Recruitment 2025

ন্যাশনাল হাউজ়ি ব্যাঙ্কে একাধিক উচ্চপদে কর্মীর খোঁজ চলছে, কী ভাবে আবেদন করা যাবে?

পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ২০:২৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ন্যাশনাল হাউজ়ি ব্যাঙ্ক (এনএইচবি)-এ বিবিধ উচ্চপদে চাকরির সুযোগ রয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বেশ কিছু পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এ জন্য শুক্রবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদনের প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কের তরফে নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার (ক্রেডিট মনিটরিং ও সাস্টেনেবল ফিন্যান্স), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ক্রেডিট), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অডিট), চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, হেড: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং সিনিয়র ট্যাক্স অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৬।

ডেপুটি জেনারেল ম্যানেজার (ক্রেডিট মনিটরিং ও সাস্টেনেবল ফিন্যান্স) পদে নিযুক্ত ব্যক্তির বেতনক্রম মাসে ১,৪০,৫০০-১,৫৬,৫০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ক্রেডিট) পদে নিযুক্ত ব্যক্তির বেতনক্রম মাসে ১,২০,৯৪০-১.৩৫,০২০ টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অডিট) পদে নিযুক্তের বেতনক্রম মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।

চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে নিযুক্ত ব্যক্তির বেতনক্রম মাসে ৫ লক্ষ টাকা, হেড: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট পদে বেতনক্রম মাসে ৩.৫ লক্ষ টাকা, এবং সিনিয়র ট্যাক্স অফিসার পদে বেতনক্রম মাসে ২ লক্ষ টাকা।

পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য বয়ঃসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।

সমস্ত পদের জন্য প্রাথমিক বাছাই পর্বের পর ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ টাকা এবং ৮৫০ টাকা। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি দেখার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন