WB Health Recruitment 2025

ফ্লেবোটমিস্ট হতে পারবেন মাধ্যমিক উত্তীর্ণেরাও, উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে রয়েছে সুযোগ

সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার ৫০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৭:৩৪
Job vacancies in North Dinajpur, in which department is recruitment going on?

উত্তর দিনাজপুরে কর্মখালি, কোন বিভাগে চলছে নিয়োগ? প্রতীকী চিত্র।

উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে ফ্লেবোটমিস্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য দশম উত্তীর্ণ ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ একটি। তাঁকে ভেক্টর বোর্ন ডিজ়িজ় কন্ট্রোল প্রোগ্রামের অধীনে নিয়োগ করা হবে।

Advertisement

কী কাজ করতে হবে?

  • রোগীদের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহের কাজ করতে হবে। এর জন্য নিযুক্তদের ভেনিপাঙ্কচার বা ক্যাপিলারি পাঙ্কচার টেকনিকের সাহায্য রক্ত সংগ্রহের দক্ষতা থাকা প্রয়োজন।
  • রক্তের নমুনা সংগ্রহের পর তা যথাযথ ক্যাটেগরি অনুযায়ী ভাগ করে রাখতে হবে।
  • কোন কোন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হল, তার তালিকাও তৈরি করার দায়িত্ব থাকছে।

কারা আবেদন করবেন?

মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা এই কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ফ্লেবোটমি টেকনিশিয়ান কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কোর্সটি পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট কিংবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের তরফে করানো হয়ে থাকে।

ফ্লেবোটমিস্ট হিসাবে পূর্বে কোনও সরকারি বা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন, বয়স এবং অন্যান্য তথ্য:

  • পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৫ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
  • আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
  • উত্তর দিনাজপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে উল্লিখিত পদে ২০২৫-এর অগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কাজ করতে হবে।

আবেদনের শর্তাবলি:

  • অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনের জন্য ৭ অগস্ট থেকে ১১ অগস্ট পর্যন্ত পোর্টাল চালু থাকছে।
  • এ ছাড়াও ডাকযোগে আবেদন পাঠাতে পারবেন।
  • এ ক্ষেত্রে আবেদনের শেষ দিন ২০ অগস্ট।
  • আবেদনের জন্য ১০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। ওই ফি অনলাইনে জমা দিতে হবে।

মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। উল্লিখিত পদে নিয়োগ সংক্রান্ত আরও কোনও তথ্য জানতে আগ্রহীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের (wbhealth.gov.in) ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন