আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
নয়া প্রযুক্তির মাধ্যমে ক্যানসার প্রতিরোধ নিয়ে গবেষণাধর্মী কাজ হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। বুধবার প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠান অধীনস্থ একটি স্কুলে গবেষণার কাজের জন্য গবেষক প্রয়োজন। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। গবেষণার জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা।
প্রতিষ্ঠানের স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকল্পের কাজ হবে। বিষয়— ‘অ্যাডভান্সড ব্রেস্ট ক্যানসার কেমো অ্যান্ড ইমিউনোথেরাপি ইউজ়িং স্টিমুলি রেসপনসিভ ন্যানোপার্টিকল’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পের জন্য প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট (নন-মেডিক্যাল) পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৫৬,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাসের সঙ্গে পিএইচডি যোগ্যতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।