কবে আসছে ‘খাদান ২’? ছবি: ফেসবুক।
আনন্দবাজার ডট কম-এর কাছে পরিচালক সুজিত রিনো দত্তের দাবি, “‘খাদান ২’-এর চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে।” দেব বলেছেন, “আমাদের ‘প্রজাপতি ২’ ব্লকবাস্টার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
তার পরেও শনিবার রাত থেকে জল্পনা, ছবির ভবিষ্যৎ নাকি বিশ বাঁও জলে! কারণ, স্ক্রিনিং কমিটির ভোটাভুটিতে সমর্থন সরিয়ে নিয়েছেন দেব। ‘খাদান’-এর অন্যতম যৌথ প্রযোজক নিসপাল সিংহ নাকি ভরসা করতে পারছেন না তাঁকে! অথচ সাম্প্রতিক খবরে প্রকাশ, ‘খাদান ২’-তে নাকি দেবের বিপরীতে কোয়েল মল্লিককে দেখা যেতে পারে।
এই ধরনের রটনায় সত্যতা কতটা? নিসপাল ফোনে অধরা। দেবেরও এ প্রসঙ্গে সরাসরি কোনও বক্তব্য নেই। ফলে, সবিস্তার জানা যায়নি সে বিষয়ে।
টলিপাড়ায় ফিসফাস, অন্যতম যৌথ প্রযোজক নাকি এই ছবি থেকে হাত গুটিয়ে নিতে চলেছেন। ‘খাদান’ বক্সঅফিস হিট বলে প্রচার করা হলেও, বাস্তবে নাকি তা নয়! অথচ ২০২৪-২৫— এক বছর ধরে শহরের প্রায় সমস্ত পুরস্কারমঞ্চ থেকে ছবিটি নানা বিভাগে অসংখ্য পুরস্কার, সম্মান জিতেছে! সাম্প্রতিকতম উদাহরণ ফেডারেশন আয়োজিত ‘উৎকর্ষ সম্মান’। এই মঞ্চেও একাধিক পুরস্কার জিতেছেন ছবির কলাকুশলীরা।
সেই জায়গা থেকেই প্রশ্ন উঠেছে, তা হলে কেন ‘খাদান ২’ থেকে সরে যেতে চাইছেন নিসপাল?
টলিউডে নানা কথা ভাসছে। এক, দেব স্ক্রিনিং কমিটিকে সমর্থন করছেন না। কিন্তু ছবির প্রযোজক স্ক্রিনিং কমিটিতে আস্থা রেখেছেন। দুই, দেবের বাজেট আর প্রযোজকের বাজেট নাকি মিলছে না! নিসপাল নাকি ‘খাদান ২’-এর পিছনে বাড়তি অর্থ খরচে রাজি নন। দেবকে নাকি অর্থলগ্নিকারী (ফিনান্সার) খুঁজে আনার অনুরোধ জানানো হয়েছে! তিন, পর্দার ‘রঘু ডাকাত’-এর কিছু নীতি, কিছু বার্তা, বক্তব্য, আচরণে নাকি ব্যথিত ইন্ডাস্ট্রি। সেই কারণেও নাকি তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নিসপাল-সহ একাধিক প্রযোজকের।
অথচ, ‘ফেডারেশন উৎকর্ষ সম্মান’ মঞ্চে সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় দেব এবং পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আলিঙ্গনে বেঁধেছিলেন পরস্পরকে!
এর আগে একাধিক বার ‘খাদান’-এর পরিচালক সুজিত রিনো আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, ‘খাদান ২’-এর শুটিং শুরু হবে ২০২৬-এ। একাধিক সাক্ষাৎকারে দেব আভাস দিয়েছিলেন, তিনি নতুন বছরে তিনটি ছবি উপহার দিতে পারেন। তার মধ্যে একটি ‘খাদান ২’।
রটনা সত্যি হলে, দেবকে কি পরিকল্পনা বদলাতে হবে? আপাতত ভবিষ্যতের দিকে তাকিয়ে টলিউড।