Bollywood reactions on Sunita Williams

‘সুনীতারাই অনুপ্রেরণা জোগান’, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর সাফল্যে উচ্ছ্বসিত তারকারাও

ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও আমন্ত্রণ পেয়েছেন সুনীতা। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে নিয়ে সমাজমাধ্যমে উচ্ছ্বসিত তারকারাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:৪২
R Madhavan, Rakul Preet, Sonu Sood, Chiranjeevi shares their feeling on Sunita Williams’ return to the earth

সুনীতা উইলিয়ামসকে নিয়ে রকুল প্রীত, মাধবন, জ্যাকি শ্রফ ও মানুষী চিল্লারের প্রতিক্রিয়া। ছবি: সংগৃহীত।

৯ মাস পরে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এই ঘটনা ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই ভারতীয়দের মধ্যে। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও আমন্ত্রণ পেয়েছেন সুনীতা। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে নিয়ে সমাজমাধ্যমে উচ্ছ্বসিত তারকারাও।

Advertisement

আর মাধবন তাঁর সমাজমাধ্যমে সুনীতার ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, “প্রিয় সুনীতা উইলিয়ামস পৃথিবীতে আপনাকে স্বাগত। আমাদের প্রার্থনার উত্তর আমরা পেয়েছি। আপনি নিরাপদে আছেন, আপনার মুখের হাসি দেখে খুবই ভাল লাগছে। ২৬০ দিনের বেশি মহাকাশে থাকার পরে আপনি ফিরেছেন। অসাধারণ একটি কাজ শেষ হল। ঈশ্বর আপনার এবং বাকি মহাকাশচারীদের মঙ্গল করুন।”

দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সমাজমাধ্যমে লিখেছেন, “পৃথিবীতে ফের আপনাকে স্বাগত। একেই বলেই ঐতিহাসিক ও নায়কের মতো প্রত্যাবর্তন। ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে ২৮৬ দিন থেকে ফিরেছেন। আপনাদের এই ঘটনার মধ্যে নাটকীয়তা আছে, তেমনই রহস্যময়। সত্যিই অসাধারণ।”

জ্যাকি শ্রফও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুনীতাদের মহাকাশযান পৃথিবীর সমুদ্র স্পর্শ করার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। এই গোটা সফরে সুনীতার নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেছেন রকুল প্রীত সিংহ। তিনি লিখেছেন, “আপনি (সুনীতা) ইতিহাস তৈরি করেছেন। আপনি যা অর্জন করেছেন, তার জন্য আমরা গর্বিত। আপনাকে অনেক শুভেচ্ছা। আমাদের অনুপ্রাণিত করতে থাকুন।” মানুষী চিল্লার লিখেছেন, “এই ধরনের মুহূর্তই মানবতার প্রতিনিধিত্ব করে। এক দিকে যেমন গবেষণা ও প্রযুক্তিকে উন্নত করার তাগিদ রয়েছে। আর এক দিকে কঠিন সময়ে ধৈর্য রাখারও গুরুত্ব রয়েছে। এই জন্যই আমরা মানুষ। সুনীতা উইলিয়ামসদের মতো মহিলারা সব সময়ে অনুপ্রেরণা জুগিয়েছেন।”

রবি কিশন, করিশ্মা কপূর, সোনু সুদও সমাজমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন