Hrithik Roshan-Saba Azad

হৃতিকের প্রেমিকা, কাজের কী দরকার! প্রশ্ন সাবাকে, অভিনেতার বান্ধবী কী জবাব দিলেন?

প্রেমিক যখন হৃতিক রোশন, তখন তাঁর কাজ করার কী দরকার? সাবাকে উপদেশ নেটাগরিকদের একাংশের। পাল্টা জবাবে কী লিখলেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১১
হৃতিকের প্রসঙ্গ উঠতেই চটে গেলেন সাবা।

হৃতিকের প্রসঙ্গ উঠতেই চটে গেলেন সাবা। ছবি: সংগৃহীত।

খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা আজ়াদ। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাশমীর ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্যমঞ্চে। তবু খ্যাতনামী হৃতিক রোশন প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাঁকে। হৃতিকের প্রেমিকা হওয়ার দরুণ ছোটখাটো কাজ খুইয়েছেন সাবা। এ বার সরাসরি সাবাকে কাজ না করার পরামর্শ দেওয়া হল। প্রেমিক যখন হৃতিক রোশন তাঁর কাজ করার কী দরকার! সাবাকে উপদেশ নেটাগরিকদের একাংশের। পাল্টা জবাবে কী লিখলেন তিনি?

Advertisement

সম্প্রতি সাবা তাঁর আসন্ন ওয়েব সিরিজ় ‘হু ইস ইওর গাইন্যাক’ এর দ্বিতীয় সিজ়নের মুক্তির খবর জানান। সেখানেই বেশির ভাগ নেটাগরিক তাঁর ও হৃতিকের বয়সের ফারাক থেকে শুরু করে তাঁদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘‘আমি ভেবেছিলাম সিজ়ন ২ কখনওই আসবে না, আসলে ম্যাডাম তো গ্রিক গডের অফিশিয়াল গার্লফ্রেন্ড। কিন্তু এখন পরের সিজ়ন নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত।’’ এ-হেন মন্তব্য নজর এড়ায়নি সাবার, তিনি পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘‘আপনার জগতে বোধহয় কেউ প্রেমে পড়লেই অক্ষম হয়ে যান, বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেন এবং নিজের টেবিলে খাবার রাখার প্রয়োজনীয়তা জাদুবলেই উবে যায় !! বাহ!!’’

Advertisement
আরও পড়ুন