২০২৬ সালে শনি মীন রাশিতে অবস্থান করবে। শনির বিশেষ দৃষ্টির কারণে সপ্তম স্থান ছাড়াও অন্য দু’টি স্থান প্রভাবিত হতে পারে। সেই দুই স্থানেও শনি দৃষ্টি দান করে। অর্থাৎ, নিজের অবস্থানের স্থান ছাড়াও শনি তিন স্থানে প্রভাব দান করতে পারে। অশুভ গ্রহ শনি যে স্থানে অবস্থান করে বা দৃষ্টি দান করে, সেই স্থানকে অশুভ প্রভাবে প্রভাবিত হতে দেখা যায়। যে কোনও মানুষের কর্ম অর্থাৎ চাকরি বা ব্যবসা এবং আয়ভাগ্য বিশেষ গুরুত্বপূর্ণ। শনির প্রভাব কর্মস্থানে পড়ার অর্থ কোনও না কোনও ভাবে কর্মক্ষেত্রে সমস্যা এবং জটিলতার সৃষ্টি হওয়া। এর ফলে সফলতা প্রাপ্তির জন্য স্বাভাবিকের তুলনায় পরিশ্রম বৃদ্ধি করতে হয়।
২০২৬-এ শনির প্রভাবের কারণে কোন কোন রাশির কর্ম এবং আয়ের ক্ষেত্রে বিশেষ সমস্যা সৃষ্টি হতে পারে?
- মিথুন রাশির কর্মক্ষেত্র এবং বৃষ রাশির আয়ের ক্ষেত্রে বছরের প্রথম ভাগে, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত বিভিন্ন সমস্যা থাকলেও বছরের শেষ ভাগে, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে সমস্যা থেকে কিছুটা হলেও নিষ্কৃতি মিলবে।
- সিংহ রাশির কর্মক্ষেত্রে এবং কর্কট রাশির আয়ক্ষেত্রে বছরের প্রথম আড়াই মাস বৃহস্পতির বক্র গতির কারণে উল্লেখযোগ্য কোনও সমস্যা না হলেও, বছরের পরবর্তী সময় শনির প্রভাবের কারণে কোনও না কোনও ভাবে সমস্যার সৃষ্টি হতে পারে।
- ধনু রাশির কর্মক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রে সারা বছরই নানা ভাবে বাধার সম্মুখীন হতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা বিব্রত করবে।
- মীন রাশির কর্মক্ষেত্রে এবং কুম্ভ রাশির আয়ক্ষেত্রে বছরের প্রথম ভাগে বৃহস্পতির দৃষ্টির কারণে সমস্যা কম থাকলেও বছরের শেষ ভাগে, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে নানা ভাবে সমস্যার সৃষ্টি হতে পারে।
প্রতিকার:
- বছরের শুরু থেকেই কর্ম এবং আয়ের ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন করুন। পরিকল্পনামাফিক কাজ করার চেষ্টা করুন। কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এতে সমস্যা বাড়বে বই কমবে না।
- শিব, দক্ষিণাকালী ও শনিদেবের আরাধনা করলে কুপ্রভাবের মাত্রা কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত হবে।
- প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।