India Vs Bangladesh

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ় অনিশ্চিত, মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার পর আরও বড় পদক্ষেপের পথে বিসিসিআই!

শুক্রবার ভারতের সফরের সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সেই দ্বিপাক্ষিক সিরিজ় ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আদৌ কি আর সিরিজ় হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯
cricket

মুস্তাফিজুর রহমান। — ফাইল চিত্র।

ঠিক এক দিন আগে নিজেদের দেশে ভারতের সফরের সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সেই দ্বিপাক্ষিক সিরিজ় ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। জানা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে যে ভাবে দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ করে দিয়েছে ভারত, বাংলাদেশের ক্ষেত্রেই একই অবস্থান নিতে চলেছে তারা।

Advertisement

আনুষ্ঠানিক ভাবে এ কথা জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। তবে বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট এবং ভারত-বিরোধী মনোভাবই এর নেপথ্যে রয়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে শুধু নিরপেক্ষ দেশে আইসিসি প্রতিযোগিতা ছাড়া আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলবে না বলেই জানা গিয়েছে।

খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্তের কথা বিসিবি-কে জানিয়ে দেবে বিসিসিআই। তবে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসার ক্ষেত্রে বাংলাদেশের কোনও রকম সমস্যা হবে না বলেই জানা গিয়েছে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেছেন, “গত বছরও আমরা বাংলাদেশে যাইনি। বিসিবি এ বার সূচি ঘোষণা করেছে ঠিকই। তবে বোর্ড সফর করতে দেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্য দেশে খেলার ব্যাপারে সরকারের অনুমতি দরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে বলতে পারি, বাংলাদেশ ভারতে এসে নির্বিঘ্নে নিজেদের ম্যাচ খেলতে পারে।”

উল্লেখ্য, দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে অনিশ্চয়তার জেরে পাকিস্তান কঠোর অবস্থান নিয়েছে ভারতের বিরুদ্ধে। আইসিসি প্রতিযোগিতাতেও দুই দেশের ম্যাচ হচ্ছে নিরপেক্ষ দেশে। ভবিষ্যতে বাংলাদেশও একই রকম অবস্থান নেয় কি না সে দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

জল্পনার সূত্রপাত শনিবার বোর্ডের একটি নির্দেশিকা ঘিরে। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেন, ‘‘সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’’

Advertisement
আরও পড়ুন