ISL 2024-25

আইএসএলে প্রথম বার জয়ের হ্যাটট্রিক লাল-হলুদের, বেঁচে রইল প্রথম ছয়ের আশাও

আইএসএলে এই প্রথম বার পর পর তিনটি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি-কে ২-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ। গোল করেন মেসি বৌলি। হায়দরাবাদের মহম্মদ আত্মঘাতী গোল করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫
East Bengal

জয়ের পর উচ্ছ্বাস ইস্টবেঙ্গল ফুটবলারদের। ছবি: সমাজমাধ্যম।

ইস্টবেঙ্গল (২) - হায়দরাবাদ এফসি (০)

Advertisement

শিবরাত্রির সলতে জ্বালিয়ে রাখল মশালবাহিনী।

আইএসএলের ইতিহাসে এই প্রথম বার ইস্টবেঙ্গল পর পর তিনটি ম্যাচ জিতল। বুধবার যুবভারতীতে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জিতে জয়ের হ্যাটট্রিক করল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে একক দক্ষতায় গোল করেন মেসি বৌলি। হায়দরাবাদের মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ।

আইএসএল জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বাকি দলগুলির কাছে লড়াই এখন প্রথম ছয়ের মধ্যে থাকার। ইস্টবেঙ্গল রয়েছে অষ্টম স্থানে। বুধবার জিতে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেই জায়গাতেই রইল তারা। বাকি রয়েছে দু’টি ম্যাচ। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছতে পারে লাল-হলুদ। প্রথম ছয়ের মধ্যে থাকা নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বই সিটি রয়েছে ৩২ পয়েন্টে। তারা যদি আর পয়েন্ট না পায় তা হলে প্রথম ছয়ে উঠতে পারে লাল-হলুদ।

বুধবার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধেও গোল পাচ্ছিল না কোনও দল। ৫৭ মিনিটে হেক্টর ইউস্তেকে তুলে রিচার্ড সেলিসকে নামান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজ়ো। একে একে মাঠে নামেন প্রভাত লাকরা, ডেভিডেরা। ৮৬ মিনিটে কর্নার পায় লাল-হলুদ। কর্নার থেকে বল তুলেছিলেন সেলিস। সেই বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন ডেভিড। কিন্তু বলে মাথা ছোঁয়ান হায়দরাবাদের মহম্মদ। বল তাঁর মাথায় লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সংযুক্তি সময়ে গোল করেন মেসি বৌলি। একক দক্ষতায় প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে গোল করেন তিনি। গোটা ম্যাচেই নজর কেড়েছিল তাঁর খেলা। শেষ মুহূর্তে গোল করে ম্যাচের সেরাও হন মেসি বৌলি।

এ বারের আইএসএলের এখনও পর্যন্ত আটটি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। এই প্রথম পর পর তিনটি ম্যাচ জিতল। প্রতিযোগিতার শুরুর দিকে পর পর হারের খেসারত দিতে হচ্ছে তাদের। প্রথম দিকে কিছু ম্যাচ জিততে পারলে প্রথম ছয়ে জায়গা পাকা করে নিতে পারত তারা। এখন তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলের হারের দিকে। মুম্বইয়ের এখনও তিনটি ম্যাচ বাকি। সেই তিনটি ম্যাচেই হারতে হবে তাদের। নর্থইস্টের বাকি দুটি ম্যাচ। তাদেরও হারতে হবে। প্রথমে ছয়ে উঠতে পারে ওড়িশাও। ২৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে তারা। এখনও দুটি ম্যাচ বাকি তাদের। ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢোকার লড়াইয়ে রয়েছে ওড়িশা। লাল-হলুদ সমর্থকদের আশা নর্থইস্ট, মুম্বই এবং ওড়িশা যেন ৩৩ পয়েন্টে পৌঁছতে না পারে। তা হলেই প্রথমে ছয়ে উঠতে পারবে ইস্টবেঙ্গল। খেলতে পারবে আইএসএলের নকআউটে।

Advertisement
আরও পড়ুন