viral video

ফোনের শব্দ কম করতে বলায় শিশু-সহ আট ভারতীয়ের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালিয়ে গেলেন মার্কিন তরুণী

মোবাইল ফোনের শব্দ কমাতে বলা হলে তরুণী উত্তেজিত হয়ে পড়েন। ভারতীয় পরিবারকে লক্ষ্য করে ‘পেপার স্প্রে’টি ব্যবহার করেছিলেন তিনি বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৩
angry woman pepper-sprays Indian family including a child

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ফোনের শব্দ কমাতে অনুরোধ করা হয়েছিল। তাই রেগেমেগে ভারতীয় এক পরিবারের উপর ‘পেপার স্প্রে’ ছোড়ার অভিযোগ উঠল আমেরিকার নাগরিকের বিরুদ্ধে। আট সদস্যের সেই পরিবারে এক শিশুও ছিল। ১৫ নভেম্বর, শনিবার সন্ধ্যায় টেক্সাসের সান আন্তোনিওর গো রিয়োয় নৌকাভ্রমণের সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে সান আন্তোনিও রিভার ওয়াকে ভ্রমণের সময় নৌকায় উঠে এক তরুণী স্থানীয়দের উপর চিৎকার করছেন। মোবাইল ফোনের শব্দ কমাতে বলা হলে তরুণী উত্তেজিত হয়ে পড়েন। ভারতীয় পরিবারকে লক্ষ্য করে সরাসরি ‘পেপার স্প্রে’টি ব্যবহার করেছিলেন তিনি বলে জানা গিয়েছে। এমনকি সেই দলে একটি শিশু থাকা সত্ত্বেও তিনি স্প্রেটি ছুড়েছিলেন বলে অভিযোগ। সংবাদ প্রতিবেদন অনুসারে সম্ভবত নৌকার যাত্রীদের অনুরোধের পর, নৌকাচালক তরুণীকে মোবাইলের শব্দ কমাতে বলেছিলেন। কিন্তু তরুণী তাতে কর্ণপাত না করে বিরক্তি প্রকাশ করেন। তা দেখে চালক নৌকা থামিয়ে তাঁকে নামতে দেন। নৌকা থেকে নামার পরই তরুণী বাকি যাত্রীদের উদ্দেশে কুকথার বন্যা বইয়ে দেন। তিনি ভারতীয় পরিবার এবং তাঁদের শিশু-সহ আট জনকে লক্ষ্য করে পেপার স্প্রেটি ছিটিয়ে দেন।

ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে চোখে মরিচের গুঁড়ো পড়ায় হাপুস নয়নে কেঁদে চলেছে শিশুটি। কোলে নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে শিশুটির মা। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান যে নৌকা থেকে নেমে কাছের একটি সেতুতে হেঁটে যাওয়ার পর মহিলা স্প্রে দিয়ে আক্রমণ করেন। পুলিশ জানিয়েছে অভিযুক্ত মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন