AI Mahabharat

এআই নির্মিত মহাভারতে আধুনিক টেবিল, ল্যাম্প! প্রকাশ্যে আসতেই কটাক্ষ, সমালোচনা, বিতর্ক, মিমের বন্যা

এআই নির্মিত ওয়েব সিরিজ়টির যে ছবিটি ভাইরাল হয়েছে, তা পোস্ট করা হয়েছে ‘তেরে নয়না’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই পোস্ট। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৯:৪৪
Bizarre Scene from AI Mahabharat goes viral, Internet reacts

এআই নির্মিত মহাভারতের দৃশ্য। ছবি: সংগৃহীত।

অদ্ভুত কারণে সমাজমাধ্যমে ঝড় তুলল জিয়ো হটস্টারে মুক্তি পাওয়া ‘মহাভারত— এক ধর্মযুদ্ধ’। কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি ওই অনুষ্ঠান দর্শকের মধ্যে সমালোচনারও জন্ম দিয়েছে। সিরিজ়ের বেশ কয়েকটি দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

জিয়োস্টার এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক নির্মিত ওয়েব সিরিজ় ‘মহাভারত— এক ধর্মযুদ্ধ’ পরিচালনা করেছেন লাবণ্য এবং চিত্রনাট্য রচনা করেছেন কৃষ্ণ পোনিয়া ও কৃষ্ণ ওমবীর পোনিয়া। প্রতি শনিবার শোয়ের নতুন পর্ব প্রকাশিত হয়। এআই দিয়ে তৈরি মহাভারত নিয়ে প্রথম থেকেই দর্শকের মধ্যে কৌতূহল ছিল। ২৫ অক্টোবর মুক্তি পাওয়া ‘মহাভারত— এক ধর্মযুদ্ধ’-র প্রথম পর্বে রাজা শান্তনু এবং দেবী গঙ্গার ঘরে দেবব্রত (যিনি পরবর্তী কালে ভীষ্ম নামে পরিচিত হবেন)-র জন্মের দৃশ্য দেখানো হয়। কিন্তু ওই পর্বে অদ্ভুত কিছু দৃশ্য লক্ষ করেন দর্শক। তার পরেই হইচই পড়ে। ওই পর্বে দেখানো হয়, রাজকীয় কক্ষের বিছানার উপরে সন্তানকে নিয়ে বসে রয়েছেন মা গঙ্গা। সেই রাজকীয় পালঙ্কের ঠিক পাশেই আধুনিক ড্রয়ার লাগানো টেবিল। তার উপর টেবিল ল্যাম্প। এমন উল্লেখ তো মহাভারতে নেই! টেবিলটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান ছিল। তবে তার মধ্যেই দৃশ্যটির ছবি তোলেন দর্শকের একাংশ। সমাজমাধ্যমে সেটি পোস্ট করতে হইচইও পড়ে। কটাক্ষ এবং মিমের বন্যা বয়ে যায়।

এআই নির্মিত ওয়েব সিরিজ়টির যে ছবিটি ভাইরাল হয়েছে, তা পোস্ট করা হয়েছে ‘তেরে নয়না’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই পোস্ট। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পোস্টটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক সেই পোস্ট দেখে লিখেছেন, ‘‘প্রাচীন হস্তিনাপুরে এ রকম আধুনিক আসবাবপত্র ছিল জানতাম না। হাসতে হাসতে মরে যাব।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভাল ভাবে তৈরি করা হয়নি। এআই সংস্থার আরও মন দিয়ে কাজ করা উচিত ছিল। মহাভারত নিয়ে মজা মোটেও ভাল নয়।’’

Advertisement
আরও পড়ুন