Bizarre

বিছানায় শুয়ে ছিলেন মনিব, এসে ‘গুলি চালাল’ পোষ্য পিটবুল! বুলেট বিঁধল প্রৌঢ়ের শরীরে

খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই আবার গোটা ঘটনার জন্য ওই প্রৌঢ়কেই দায়ী করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৮:৩৯
Pet Pitbull accidently shot man but he survives with minor injury

—প্রতীকী ছবি।

বিছানায় শুয়েছিলেন প্রৌঢ়। এসে ‘গুলি চালাল’ পোষ্য পিটবুল! অবিশ্বাস্য লাগছে? কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সত্যিই তেমনটা ঘটেছে। ঘটেছে, আমেরিকার টেনেসির মেফেসিস এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চিকিৎসা চলছে আহত ওই প্রৌঢ়ের।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই প্রৌঢ় পুলিশকে জানিয়েছেন, তিনি বিছানায় শুয়েছিলেন। এমন সময় তাঁর এক বছরের পোষ্য পিটবুল ওরিও তাঁর শোয়ার ঘরে প্রবেশ করে। সামনেই একটি বন্দুক পড়েছিল। সেই বন্দুক নিয়ে নাড়াচা়ড়া করার সময় দুর্ঘটনাক্রমে বন্দুকটির ট্রিগার টিপে ফেলে কুকুকটি। বন্দুকের নল প্রৌঢ়ের দিকে থাকায় গুলি গিয়ে তাঁর শরীরে লাগে।

কিন্তু কী ভাবে ট্রিগারে চাপ দিল ওই পিটবুলটি? ওই প্রৌঢ়ের দাবি, পোষ্যের থাবা দুর্ঘটনাবশত ট্রিগার গার্ডে আটকে যায়, যার ফলে গুলি চলে। তাঁর উরুতে গিয়ে লাগে বুলেটটি। এর পরেই হাসপাতালে যান তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর।

খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই আবার গোটা ঘটনার জন্য ওই প্রৌঢ়কেই দায়ী করেছেন। তাঁদের দাবি, ওই ভাবে প্রকাশ্যে বন্দুক রাখা উচিত হয়নি তাঁর।

Advertisement
আরও পড়ুন