viral video

রেস্তরাঁর ছাদ থেকে উঁকি দিল অনাহূত, নখযুক্ত ভয়াল পা দেখে আতঙ্কে হুড়োহুড়ি গ্রাহকদের! রইল ভয় ধরানো ভিডিয়ো

তাইল্যান্ডের ব্যাঙ্ককের একটি রেস্তরাঁয় অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে। হঠাৎ করেই একটি প্রাণীকে রেস্তোরাঁর ছাদ ভেঙে ভিতরে ঢুকে পড়তে দেখা যায়। রেস্তরাঁর গ্রাহকেরা ছাদ থেকে জিনিসপত্র পড়ার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৭:৩৯
monitor lizard broke and entered from ceiling in restaurant

ছবি: সংগৃহীত।

রেস্তরাঁর টেবিলে বসে কয়েক জন তরুণী খাবার খেতে খেতে নিজেদের মধ্যে গল্পে মেতে ছিলেন। তাঁদের মধ্যে এক জনের চোখ হঠাৎই চলে যায় রেস্তরাঁর ছাদের দিকে। দেখলেন, ছাদের ফাঁকা একটি অংশ দিয়ে বেরিয়ে আসছে তীক্ষ্ণ নখযুক্ত কদাকার একটি পা। তার পরই হুড়মুড় করে ভেঙে পড়তে থাকে ছাদের একটি অংশ। আঁতকে উঠে খাবার ফেলে দৌড় দিলেন তরুণী। ভয়ে, আতঙ্কে বিশৃঙ্খলা তৈরি হয়ে রেস্তরাঁর খেতে আসা অন্য গ্রাহকদের মধ্যেও। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের ব্যাঙ্ককে। স্থানীয় একটি রেস্তোরাঁয় অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে। হঠাৎ করেই একটি প্রাণীকে রেস্তরাঁর ছাদ ভেঙে ভিতরে ঢুকে পড়তে দেখা যায়। রেস্তরাঁর গ্রাহকেরা ছাদ থেকে জিনিসপত্র পড়ার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। ছাদের দিকে নজর যেতেই দেখা যায় সেখান থেকে একটি বিশাল গোসাপের পা বেরিয়ে এসেছে। সরীসৃপের বড় বড় নখযুক্ত পায়ের অংশটি দেখে চিৎকার করে ওঠেন অনেকে। প্রাণীটি ভিতরের দিকে এক বার তাকিয়ে ফিরে যায়। এই ঘটনায় কেউ আহত হননি বা বড়সড় কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

‘সার্কুলারএক্স’ নামের একটি ইনস্টাগ্রাম থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ২০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। বহু নেটাগরিকই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন। প্রচুর মজার মজার মন্তব্যও জমা পড়েছে ভিডিয়োয়। এক জন লিখেছেন, ‘‘খাবার ঠিক মতো রান্না হয়েছে কি না তা পরীক্ষা করতে এসেছিল গোসাপটি।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটি দেখতে কোরীয় সিনেমার ‘জ়ম্বি’ সিরিজ়ের দৃশ্যের মতো লাগছিল।’’

Advertisement
আরও পড়ুন