Viral Video

বিরক্ত করার পরিণাম, তিন তরুণের দিকে তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা উটের! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি গাছ থেকে নিশ্চিন্ত মনে পাতা খাচ্ছে একটি উট। হঠাৎই সেখানে পৌঁছোন তিন তরুণ। তার মধ্যে এক জন একটি গাছের ডাল নিয়ে পাতা খাওয়াতে যান উটটিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৬:৩০
Video of camel chases three young guy goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

কিছু কিছু প্রাণীকে কখনও উত্ত্যক্ত করতে নেই। সেই কথাই প্রমাণিত হল সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে উত্ত্যক্ত করা তিন তরুণকে উচিত শিক্ষা দিল একটি উট। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি গাছ থেকে নিশ্চিন্ত মনে পাতা খাচ্ছে একটি উট। হঠাৎই সেখানে পৌঁছোন তিন তরুণ। তার মধ্যে এক জন একটি গাছের ডাল নিয়ে পাতা খাওয়াতে যান উটটিকে। কিন্তু উট তাঁকে পাত্তা না দেওয়ায় প্রাণীটিকে উত্ত্যক্ত করা শুরু করেন তরুণ। পাতা নিয়ে উটের মুখের কাছে নাড়াতে থাকেন। তখনই রেগে যায় উটটি। তাড়া করে তিন তরুণকে। সামনের দু’পা তুলে লাথি মারারও চেষ্টা করে। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান ওই তিন তরুণ। উটটিও তাঁদের পিছনে ধাওয়া করা ছেড়ে আবার নিজের জায়গায় ফিরে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কৃষ্ণাংশ অরোরা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। এখনও পর্যন্ত ৭০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই উটকে বিরক্ত করার জন্য তরুণদের নিন্দাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ জন্যই মেয়েরা ছেলেদের তুলনায় বেশি দিন বাঁচে।’’ তৃতীয় জন লিখেছেন, ‘‘যখন পশুদের অযথা জ্বালাতন করা হয় তখন এমনই হয়।’’

Advertisement
আরও পড়ুন