Viral Video

‘মজার’ জন্য পোষ্য সিংহকে শ্রমিকের উপর লেলিয়ে দিলেন মালিক, ছাড় পেয়ে ঝাঁপিয়ে পড়ল পশুরাজ! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

সিংহ এবং ওই যুবক শ্রমিকের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অলখালিজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৩:২৬
Video shows owner laughs as pet lion hold man in Libya

ছবি: এক্স থেকে নেওয়া।

মজা করার নামে বর্বরতা! পোষা সিংহকে শ্রমিকের উপর লেলিয়ে দিলেন মালিক। তার পর হিংস্র সিংহটি যা করল তাতে যে কারও গা শিউরে উঠতে বাধ্য। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ঘটনাটি লিবিয়ার। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘মজা’ এবং ‘বিনোদনের’ জন্য পোষ্য সিংহকে ওই শ্রমিকের উপর ছেড়ে দেন লিবিয়ার এক খামারমালিক। যুবককে জাপটে ধরে সিংহটি। বেশ কয়েক বার কামড়ানোর চেষ্টা করে। ভয়ে প্রাণ ভিক্ষা করতে থাকেন ওই শ্রমিক। কিন্তু নিস্তার মেলেনি। উল্টে ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে হাসতে থাকেন ওই খামারমালিক। অবশেষে কোনও ক্রমে ভয়ঙ্কর সিংহের হাত থেকে রেহাই পান ওই যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। নেটাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ওই খামারমালিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম ‘গাল্‌ফ নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত খামারমালিক কেবল রসিকতার জন্য ওই বিপজ্জনক ঘটনাটি ঘটান। সিংহ এবং ওই যুবক শ্রমিকের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অলখালিজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অমানবিক! মালিক পক্ষ বলে যা খুশি করা যায় না। কড়া শাস্তি হওয়া উচত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মজা করার নামে বর্বরতা। এই ধরনের কাজের তীব্র নিন্দা করছি। মানুষ নিজেদের মজার জন্য কত নীচে নামতে পারে তা এটা দেখে বোঝা যাচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন