Viral Video

‘যুদ্ধে জিতলে বিরাট কোহলিকে পাকিস্তান নিয়ে আসব’, পাক খুদের মন্তব্যে হাসির ঝড়, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইউনিফর্মার্স’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৪:৪৯
Video shows a child saying he will take Virat Kohli to Pakistan

ছবি: ইনস্টাগ্রাম।

ভারত-পাকিস্তানের যুদ্ধ হলে এবং পাকিস্তান সেই যুদ্ধে জিতে গেলে কী করতে চায় সে? জিজ্ঞাসা করা হয়েছিল পাকিস্তানের এক খুদে পড়ুয়াকে। প্রশ্ন শুনে পাক খুদের স্পষ্ট জবাব, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে পাকিস্তানে নিয়ে যেতে চায় সে। কারণ, পাকিস্তানিরা ক্রিকেট খেলতে জানে না। খুদের সেই মন্তব্য শুনে হেসে উঠলেন প্রশ্নকর্তা তরুণ। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারত-পাক সংঘাত নিয়ে পাকিস্তানের স্কুলপড়ুয়াদের বিভিন্ন প্রশ্ন করছেন এক তরুণ। এক খুদে পড়ুয়াকে ওই তরুণ জিজ্ঞাসা করেন, ‘‘পাকিস্তান যুদ্ধে জিতলে তুমি কী নিয়ে আসতে চাও?’’ ওই পড়ুয়া উত্তর বলে, ‘‘বিরাট কোহলিকে। কারণ পাকিস্তানিরা ক্রিকেট খেলতে জানে না।’’ খুদের সেই জবাব শুনে হেসে ওঠেন তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় আরও কয়েক জন পাক পড়ুয়াকে ভারত-পাক সংঘাত নিয়ে একাধিক প্রশ্ন করতে দেখা গিয়েছে তরুণকে। সে সব প্রশ্ন শুনে মজার মজার উত্তর দিয়েছে খুদে পড়ুয়ার দল।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইউনিফর্মার্স’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। ভারতীয় এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘পাকিস্তান একমাত্র স্বপ্নে জিতবে। বিরাট কোহলিকে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা।’’

Advertisement
আরও পড়ুন