Viral Video

কাঁধে অন্তর্বাস দিয়ে তৈরি ব্যাগ! সাবলীল ভাবে মেট্রোয় ঘুরলেন যাত্রী, মুখ ফেরালেন বাকিরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর কাঁধ থেকে একটি ব্যাগ ঝুলছে। ব্যাগটি তৈরি পুরুষদের অন্তর্বাস দিয়ে। তবে ওই ব্যাগ বহন করার জন্য লজ্জা পেতে দেখা যায়নি যুবককে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৬:২৪
Video shows passenger ride on metro with a bag made of male underwear

ছবি: ইনস্টাগ্রাম।

বর্তমান সময়ে ফ্যাশনের সংজ্ঞা সম্পূর্ণ বদলে গিয়েছে। নিজেকে কেতাদূরস্থ দেখানোর জন্য অদ্ভুত সব প্রচেষ্টা চালাতে দেখা যায় অনেককে। তারই নবতম সংযোজন এক মেট্রোযাত্রী। অন্তর্বাস দিয়ে তৈরি ব্যাগ নিয়ে সাবলীল ভাবে মেট্রোয় ঘোরাফেরা করতে দেখা গেল তাঁকে। উল্টে ওই যাত্রীকে দেখে লজ্জায় পড়লেন বাকি যাত্রীরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর কাঁধ থেকে একটি ব্যাগ ঝুলছে। ব্যাগটি তৈরি পুরুষদের অন্তর্বাস দিয়ে। তবে ওই ব্যাগ বহন করার জন্য লজ্জা পেতে দেখা যায়নি যুবককে। বরং বাকি যাত্রীরাই লজ্জায় মুখ ফিরিয়ে নিয়েছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডোপামিনগেন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ব্যাগের কী ছিরি! ব্যাগের মধ্যে কী রয়েছে তা জানতে মন চাইছে।’’

Advertisement
আরও পড়ুন