Viral Video

কড়া শীতে রাতের অন্ধকারে জানলা খুলেছিলেন যুবক, সঙ্গে সঙ্গে ঘটল অদ্ভুত ঘটনা! ভাইরাল ভিডিয়োয় আলোড়ন

দীর্ঘ, হাড়কাঁপানো শীতের জন্য পরিচিত নিরক্ষরেখার উত্তরে এবং সুমেরুবৃত্ত পর্যন্ত বিস্তৃত রাশিয়া। সে দেশের বেশির ভাগ বাড়ির জানলা শীতকালে শক্ত করে বন্ধ রাখা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৫:২৯
Video shows what happened when a man open window in Winter at Russia

জানালা খুলে এ কী করছেন যুবক! ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শীতকালে রাশিয়ার রাতের বেলা জানলা খুলেছিলেন এক ব্যক্তি। তবে এর পর তাঁর সঙ্গে যা ঘটেছে তা শুনে হইচই পড়েছে নেটপাড়ায়! হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি চার বছরের পুরোনো হলেও নতুন করে ভাইরাল হয়েছে সেটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

নিরক্ষরেখার উত্তরে এবং সুমেরুবৃত্ত পর্যন্ত বিস্তৃত রাশিয়া তার দীর্ঘ, হাড়কাঁপানো শীতের জন্য পরিচিত। সে দেশের বেশির ভাগ বাড়ির জানলা শীতকালে শক্ত করে বন্ধ রাখা হয়। উত্তর মেরুর কাছাকাছি থাকার কারণে দেশের অনেক অংশ মাসের পর মাস ধরে হিমাঙ্কের নীচের তাপমাত্রা অনুভব করে। ইয়াকুটস্কের মতো শহরগুলিতে বার্ষিক গড় তাপমাত্রা হিমাঙ্কের ৮ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকে। শীতকালে তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াস নীচে। সেই আবহেই রাশিয়ায় শীতের রাতে যুবকের জানলা খোলার ভিডিয়োটি নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে বাড়ির ভিতরে একটি জানলার কাছে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। জানালার পাল্লা শক্ত করে বন্ধ। কিন্তু হঠাৎই ওই জানলা খুলে দেন যুবক। আর তার পরেই দেখা যায় এক অবিশ্বাস্য ঘটনা। ভিডিয়োয় দেখা গিয়েছে, খোলা জানলার নীচে ওই যুবক ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে তাঁর নিঃশ্বাস। গুঁড়ো বরফের মতো ঝরে ঝরে পড়ছে সেই বাষ্প। দেখে মনে হচ্ছে যুবক যেন ধূমপান করছেন। এর পর ওই যুবককে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লরেঞ্জ ব্যারন’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এ রকম চরম আবহাওয়ার মধ্যে মানুষ কী ভাবে বাস করে, সে প্রশ্নও তুলেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন