WB Assembly Monsoon session

সেনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হতে পারে বিধানসভার বাদল অধিবেশনে, জানালেন স্পিকার

বিধানসভা সূত্রে খবর, আগামী ৯ জুন থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। তা চলবে দু’সপ্তাহের কিছু বেশি সময় ধরে। যদিও সেনাকে ধন্যবাদ জানিয়ে কবে প্রস্তাব আনা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৬:১৪
Resolution thanking Indian Army may be brought in Monsoon session of West Bengal Assembly, says Speaker Biman Banerjee

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বিধানসভার বাদল অধিবেশনে প্রস্তাব আনা হতে পারে। বৃহস্পতিবার এ কথা জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বিধানসভা সূত্রে খবর, আগামী ৯ জুন থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। তা চলবে দু’সপ্তাহের কিছু বেশি সময় ধরে। যদিও সেনাকে ধন্যবাদ জানিয়ে কবে প্রস্তাব আনা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। বিধানসভার বিজ়নেস কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরেই সে বিষয়ে জানাতে পারেন স্পিকার বিমান।

গত মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ২৫ জন পর্যটক। ওই জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে অন্তত নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই অভিযানের নামই ‘অপারেশন সিঁদুর’।

নয়াদিল্লির প্রত্যাঘাতের পর পাকিস্তান সেনাও ভারতের আক্রমণের চেষ্টা করেছিল। একাধিক বার ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল পাক সেনা। ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তানের সেই আঘাত প্রতিহত করে পাল্টা জবাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চিকিৎসকদের সূক্ষ্ম অস্ত্রোপচারের মতো নিখুঁত লক্ষ্যে ভারতের বায়ুসেনা পাকিস্তানের দুই বায়ুসেনা ঘাঁটি—নূর খান ও রহিমইয়ার খান ঘাঁটিতে হামলা চালিয়েছে। আত্মঘাতী ড্রোন এবং কামিকাজ়ে ড্রোন কাজে লাগানো হয়েছিল। যার ফলে প্রতিটি হামলায় বড় রকমের ক্ষতি হয়েছে। এই হামলায় পাকিস্তানের রেডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও নিশানা করে তারও ক্ষতি করা হয়েছে। কিন্তু ভারতের সমরাস্ত্রের কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে কেন্দ্র।

Advertisement
আরও পড়ুন