Advertisement
Back to
Presents
Associate Partners
অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৫:৫৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৫:২২ key status

কোচবিহারে তৃণমূলের জয় নিশ্চিত

কোচবিহারে তৃণমূলের জয় নিশ্চিত। শুধু ব্যবধান বৃদ্ধি করতে হবে। কোচবিহারের জনসভা থেকে এমনই বললেন অভিষেক। সভার শেষে ১ নম্বর বোতাম টিপে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। 

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৫:১০ key status

‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে ৪৫০ টাকায় গ্যাস

বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেন, “বিজেপির গ্যারান্টি এটাই যে, ৪০০টাকার গ্যাস আজ ১০০০ টাকা। বিজেপি ক্ষমতায় এলে এই ১০০০ টাকার গ্যাস ২০০০ হবে। বিরোধী জোট ইন্ডিয়া ক্ষমতায় এলে গ্যাসের দাম ৪৫০ হবে।”

Advertisement
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৫:০১ key status

বড় ফুলের থেকে টাকা নিয়ে জোড়াফুলে ভোট দিন

বড় ফুলের থেকে টাকা নিন, কিন্তু জোড়াফুলকে ভোট দিন। বিজেপি আপনাদের পাঁচ বছর ঠকিয়েছে। আপনারা এক দিন তার বদলা নিন। কোচবিহারের জনসভা থেকে এমনই বললেন অভিষেক। তৃণমূলের সেনাপতির কথায়, “ভোট এসেছে, তাই টাকা দিতে এসেছে। ৫০০ দিতে এলে বলবেন ১০০০ চাই, ১০০০ দিতে এলে বলবেন ২০০০ চাই। বিজেপিকে ভোট দেব। গিয়ে ভোটটা দিয়ে আসবেন জোড়াফুলে।”

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৪:৫৮ key status

বিজেপি জিতলে মাছ খাওয়া বন্ধ

বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়াও। কোচবিহারের জনসভা থেকে দাবি অভিষেকের।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৪:৫৬ key status

আগে এক বার মাছ খেতাম, এখন দু’বার খাই

অভিষেক মোদীকে আক্রমণ করে বলেন, “বলছে মাছ খেলে সে দেশদ্রোহী। এই শুনে আগে এক বার মাছ খেতাম। এখন দু’বার খাই।”

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৪:৫৪ key status

৩১ ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা

৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা প্রাপকেরা পেয়ে যাবেন। কোচবিহারের জনসভা থেকে বললেন অভিষেক।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৪:৪৯ key status

১৯-এর বদলা নিন ১৯ এপ্রিল: অভিষেক

২০১৯ সালে বিজেপি উত্তরবঙ্গে জিতেও মানুষের খোঁজখবর নেয়নি। এমন দাবি করে অভিষেক উপস্থিত জনতার উদ্দেশে বললেন, “আগামী ১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন।” প্রসঙ্গত, কোচবিহার-সহ উত্তরবঙ্গের তিন লোকসভা আসনে ভোটগ্রহণ ১৯ তারিখ।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৪:৪৭ key status

নিশীথকে আক্রমণ অভিষেকের

পাঁচ বছরে যাঁকে দেখেননি, তিনি অমিত শাহের ডেপুটি হয়ে বসে আছেন। নাম না করে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ অভিষেকের।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৪:৪৪ key status

লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে বিজেপি: অভিষেক

২০২৫ সালে তৃণমূল সরকার রাজ্যে থাকবে না। বিজেপি এলে লক্ষ্নীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কোচবিহারের জনসভা থেকে বিজেপির এক জেলানেত্রীর এমনই মন্তব্য সম্বলিত  ভিডিয়ো শোনালেন অভিষেক। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:১০ key status

উত্তরে জোড়া কর্মসূচি অভিষেকের

মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া কর্মসূচি অভিষেকের। প্রথমে কোচবিহারের গোপালপুর ছাগলবেড় চৌপথি পার্শ্বস্থ ময়দানে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার হয়ে প্রচার করবেন তিনি। সেখানে একটি জনসভাও করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে আলিপুরদুয়ারের কলেজ হল্ট থেকে একটি রোড-শো করবেন। তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে এই রোড-শো করবেন অভিষেক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE