Advertisement
Back to
Presents
Associate Partners
বাঁ দিক থেকে দেব, হিরণ, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী।

বাঁ দিক থেকে দেব, হিরণ, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ০৯:৫৮
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৯:৩৯ key status

ভোপালে প্রার্থী নন প্রজ্ঞা

মধ্যপ্রদেশের ভোপালে প্রার্থী নন বর্তমান সাংসদ প্রজ্ঞা ঠাকুর। বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে আসেন তিনি। আসন্ন ভোটে সেখানে প্রার্থী অলোক শর্মা। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৯:৩৮ key status

অসমে প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী

অসমে প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি ডিব্রুগড় কেন্দ্রের প্রার্থী। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৯:৩৭ key status

উত্তরপ্রদেশের খেরিতে আবার প্রার্থী টেনি

উত্তরপ্রদেশের খেরিতে আবার প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি। ২০২১ সালে কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগে জেলে রয়েছেন টেনির ছেলে আশিস। কৃষকহত্যায় অভিযুক্তের শাস্তির দাবিতে সরব কৃষকেরা। তার মধ্যেই ফের টেনিকে প্রার্থী করা হল।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৯:২১ key status

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রার্থী গুজরাত থেকে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়কে লোকসভা ভোটে প্রার্থী করল বিজেপি। এখন তিনি রাজ্যসভার সাংসদ। গুজরাতের পোরবন্দর থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। গুজরাতের গান্ধীনগরে প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৯:১৭ key status

মধ্যপ্রদেশে শিবরাজকে টিকিট

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন জিতলেও মুখ্যমন্ত্রী করা হয়নি শিবরাজ সিংহ চৌহানকে। এ বার তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করল বিজেপি। মধ্যপ্রদেশের বিদিশা থেকে তিনি প্রার্থী হয়েছেন। গুনা থেকে ভোটে লড়ছেন জ্যোতিরাদিত্য শিন্ডে। আলওয়ারে টিকিট দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদবকে। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৯:০২ key status

ত্রিপুরায় বিপ্লব দেবকে টিকিট

ত্রিপুরায় রয়েছে দু’টি লোকসভা আসন। একটি আসনে প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৯:০০ key status

বনগাঁয় শান্তনু

বনগাঁয় আবার শান্তনু ঠাকুরকে টিকিট দিল বিজেপি। তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৫৮ key status

দেবের বিরুদ্ধে হিরণ

ঘাটালে তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ। এখন তিনি খড়্গপুরের বিজেপি বিধায়ক। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৫৪ key status

সৌমেন্দুকে প্রার্থী করল বিজেপি

কাঁথি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, বহরমপুরে নির্মল সাহা, রানাঘাটে জগন্নাথ সরকার, জয়নগরে অশোক কান্ডারী, যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়ায় রথীন চক্রবর্তী, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, আসানসোলে পবন সিংহ, বোলপুরে প্রিয়া সাহা প্রার্থী।

image of list

বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৪৯ key status

উত্তরপ্রদেশে ৫১ প্রার্থীর নাম ঘোষণা

উত্তরপ্রদেশের ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করছে বিজেপি। রামপুরে ঘনশ্যাম লোদী, আমরোহায় কুণওয়ারসিয়া কুনওয়ার, বুলন্দশহরে ভোলা সিংহ, মথুরায় প্রার্থী হেমা মালিনী, আগরায় সত্যপাল সিংহ বঘেল প্রার্থী। সীতাপুরে প্রার্থী রাজেশ বর্মা, হরদৈতে জয়প্রকাশ রাওয়াত, অমেঠীতে স্মৃতি ইরানি, উন্নাওয়ে সাক্ষী মহারাজ, লখনউয়ে রাজনাথ সিংহ, ফতেপুরে সাধ্বী নিরঞ্জন সিংহ জ্যোতি, ফৈজাবাদে লাল্লু সিংহ, স্রাবস্তীতে সাকেত মিশ্র, গোণ্ডায় কীর্তিবর্ধন শ্রিয়া, বস্তিতে হরিশ দ্বিবেদী, মহারাজগঞ্জে পঙ্কজকুমার চৌধুরী, গোরক্ষপুরে রবি কিষেণ, লালগঞ্জে নীলম সোনকর, আজমগড়ে দীনেশলাল যাদব, সালেমপুরে রবীন্দ্র কুশওয়াহা প্রার্থী।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৪৫ key status

সুষমা স্বরাজের মেয়েকে টিকিট

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরী স্বরাজকে টিকিট দিল বিজেপি। নয়াদিল্লি কেন্দ্রে তিনি প্রার্থী। বাঁসুরী পেশায় আইনজীবী। দিল্লির আর এক কেন্দ্রে প্রার্থী মনোজ তিওয়ারি। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৪৪ key status

প্রার্থী রিজিজু

কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ থেকে দাঁড়াবেন। অরুণাচল প্রদেশ পশ্চিম কেন্দ্রের প্রার্থী তিনি। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৪৩ key status

দিল্লিতে পাঁচ ও উত্তরাখণ্ডে তিন আসনে প্রার্থী ঘোষণা

দিল্লিতে পাঁচ ও উত্তরাখণ্ডে তিন আসনে প্রার্থী ঘোষণা করছে বিজেপি।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৪২ key status

তালিকায় ৩৪ কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপি ঘোষিত প্রথম তালিকায় নাম রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর। ৪৭ জন তরুণ নেতা প্রার্থী।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৪০ key status

বাংলায় ২০ আসনের প্রার্থী ঘোষণা

বাংলায় ২০ আসনের প্রার্থী ঘোষণা করছে বিজেপি। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৩৯ key status

বারাণসীতে প্রার্থী মোদী

বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ এবং ২০১৯ সালেও ওই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন তিনি। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৩৭ key status

২৮ জন মহিলার নাম ঘোষণা

যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করছে বিজেপি শনিবার, তাঁদের মধ্যে ২৮ জন মহিলা।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৮:৩৫ key status

১৯৫টি আসনে প্রার্থী ঘোষণা

১৯৫টি আসনে নাম ঘোষণা করা হচ্ছে। তার মধ্যে ১৬টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE