Advertisement
Back to
TMC Campaign in Jaynagar

‘ভোটের জন্য বিজেপির মদের বাজেট ৪০ কোটি টাকা!’ কী ভাবে? ‘হিসাব’ দিলেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৮:৫০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৬:২৭

উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটছে: অভিষেক

অভিষেক বলেন, ‘‘উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটছে। আরও ছুটবে, যদি জোট ইন্ডিয়ার সরকার তৈরি হয়। বিজেপির সরকার আসবে না। এলেও চিন্তা করতে হবে না। ওরা টাকা দিক না দিক, ২১ ডিসেম্বরের আগে যাঁরা আবেদন করবেন, কুলতলির এলাকার সেই মানুষদের বাড়ির টাকা আমাদের সরকার দিয়ে দেবে।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৬:২১ key status

ভোটের দিন মদের বাজেট ৪০ কোটি!

বিজেপির সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, একটি বুথে মদ খাওয়ার খরচ পাঁচ হাজার। কটাক্ষ অভিষেকের। তিনি বলেন, ‘‘১০০ দিনের কাজের টাকা বন্ধ। অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ার খরচ বলছে পাঁচ হাজার। বাংলায় কত বুথ আছে জানেন? আশি হাজার। একটা বুথে পাঁচ হাজার হলে আশি হাজার বুথে ৪০ কোটি টাকা। বিজেপির বাড়ির টাকা বন্ধ আর বিজেপির ভোটের দিন মদের বাজেট ৪০ কোটি। এত টাকার মদ কে খাবে? অবাক হওয়ার কিছু নেই। এলাকায় কোনও ভাল লোক বিজেপি করে না। আর তাই জন্য মদের বাজেট এত।’’

Advertisement
timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৬:১৪ key status

বিজেপিকে আক্রমণ অভিষেকের

অভিষেক বলেন, ‘‘সন্দেশখালির ভিডিয়ো দেখেছেন? কী ভাবে মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ধর্ষণের মতো মিথ্যা অভিযোগ করিয়েছে। বিজেপির নেতা গঙ্গাধর কয়ালকে এই কথা বলতে শোনা গিয়েছে। বিজেপির তমলুক প্রার্থী বলছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত?’। ভাবুন যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সহযোগিতা করেছে, তার দাম জিজ্ঞাসা করছেন বিজেপির প্রার্থী। ১ জুন মহিলা শোষণকারী এবং নির্যাতনকারী বিজেপির যে ক’জন ছাইপাঁশ পড়ে রয়েছেন, তাঁদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিতে হবে।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৬:০৯ key status

স্যাকরার টুকটাক, কামারের এক ঘা

অভিষেক বলেন, ‘‘৪ জুন সরকার গড়লে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল। সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেবে ইন্ডিয়া। বিজেপির ইস্তাহারে শুধু বিভাজন, বৈষম্যের রাজনীতির কথা রয়েছে। কথায় আছে স্যাকরার টুকটাক, কামারের এক ঘা। ১ জুন এক কোপে বিজেপিকে বধ করবেন।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৬:০৫ key status

বিজেপিকে নিশানা অভিষেকের

বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘‘দেশে কালো টাকা বেড়েছে। গরিব আরও গরিব হচ্ছে। ধনী আরও ধনী হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি আনলে সংবিধান পাল্টে যাবে। সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। আমরা বলছি না। বিজেপি নিজেই এ কথা বলছে সংকল্পপত্রে।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৬:০২ key status

৪ জুন ফল বেরোবে কিন্তু বিজেপি সরকার গড়তে পারবে না!

৪ জুন ফল বেরোবে কিন্তু বিজেপি সরকার গড়তে পারবে না। জয়নগরে মন্তব্য অভিষেকের। তিনি বলেন, ‘‘নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। জিরের উপরও জিএসটি চাপিয়েছে। হিরের উপর জিএসটি নেই। আমি আড়াই মাস নবজোয়ারের সময় রাস্তায় ছিলাম। 

Advertisement
timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৫:৫৬ key status

রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না: অভিষেক

অভিষেক বলেন, ‘‘আমি আছি তো, দেখি কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে। যত দিন তৃণমূল সরকার রয়েছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৫:৫৪ key status

বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়: অভিষেক

অভিষেকের কটাক্ষ, ‘‘বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। বিজেপি নেতারা এলে জিজ্ঞাসা করুন।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৫:৫১ key status

বিজেপি ক্ষমতায় আসার পর গরিবকে ভাতে মারার চেষ্টা করেছে, কটাক্ষ অভিষেকের

অভিষেক বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় আসার পর গরিবকে ভাতে মারার চেষ্টা করেছে। সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছে। বিধ্বংসী ঘূর্ণিঝড়়ের সময় শুধু তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়েছে। কোভিডের সময়ও তৃণমূল পাশে ছিল। অন্য দিকে, বিজেপি সরকার ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। গত পাঁচ বছরে ৪ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। কিন্তু মানুষের বকেয়া টাকা আটকে রেখেছে।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৫:৪৯ key status

এ বার লড়াই বিজেপি এবং তৃণমূলে নয়: অভিষেক

এ বার লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে নয়। লড়াই হবে ভোটের ব্যবধানে। জয়নগরে মন্তব্য অভিষেকের। তিনি বলেন, ‘‘বিজেপির জুমলাবাজিকে উচিত শিক্ষা  দেওয়ার ভোট।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৫:৪৭ key status

দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি: অভিষেক

অভিষেক বলেন, ‘‘দক্ষিণ কলকাতা আমার জন্মভূমি হলে দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। ডায়মন্ড হারবার থেকে আমি প্রথম সাংসদ হই।’’

timer শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১২:৪১ key status

জয়নগরে অভিষেক

জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলতলির জালাবেড়িয়া মাঠে এই জনসভা হবে দুপুর ২টো থেকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী চিকিৎসক অশোক কান্ডারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE