বসন্ত যেমন মিষ্টি হাওয়ার সময়, তেমন সেই হাওয়া লেগে অসুস্থ হওয়ার সম্ভাবনাও বটে। শীত শেষ হয়ে গ্রীষ্মকাল আসার মাঝের এই সময়ে হাওয়া বদল হয়। আর তার উপরে নির্ভর করে শরীর কতটা সুস্থ থাকবে। কারণ এই ঋতু বদলের সময়ে ঘরে ঘরেই লেগে থাকে নানা ধরনের রোগ।
সাধারণত এই বসন্তের সময়ে অ্যালার্জি এবং সংক্রামক রোগ বেশি হয়। তার সঙ্গে লেগে থাকে সর্দি-কাশি। এই সময়ে বিশেষ করে খাওয়াদাওয়া, চলাফেরায় কয়েক ধরনের পরিবর্তন আনা দরকার।