Advertisement
Shyampukur Sanghatirtha

পুজোর ভাবনায় এ বার নবান্ন

শ্যামপুকুর সঙ্ঘতীর্থ দুর্গাপুজো সমিতির পুজো। পুজোর ভাবনায় রয়েছে ‘নবান্ন’।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২০:০১
Share: Save:

থিম বলতেই নানা রকম সামাজিক ও শৈল্পিক বার্তা ধরে নেওয়া হয়। তেমনই শ্যামপুকুর সংঘতীর্থ দুর্গা পূজা সমিতির পুজো ঘিরে রয়েছে এ বারে অনেক প্রস্তুতি। চলতি বছর ৫৮ তম বর্ষে পা দিল এই পুজো।

পুজো কমিটির তরফ থেকে ধীরাজ সিকদার জানালেন, ‘‘এই বছর আমাদের থিম হল ‘প্রথা’। প্রথা বলতে বাঙালিদের জীবনে অনেক কিছুই নিত্য নতুন আচার কায়দা থাকে, কিন্তু আমরা মণ্ডপ সজ্জায় তুলে ধরতে চেয়েছি নবান্নকে। চাল বা অন্নকে ঘিরে মানুষের যে প্রতিনিয়ত জীবনযাপন বেঁধে রয়েছে, চাল উৎপন্ন হওয়া বা তা নিত্যদিনের ঘর অবধি এসে পৌঁছানো।’’ মহালয়ার দিন চক্ষুদান অনুষ্ঠান হবে পুজো প্রাঙ্গণে।

এই বছরের থিম শিল্পী হিসেবে রয়েছেন শঙ্কর পাল এবং প্রতিমা শিল্পী সৌমেন পাল

কী ভাবে যাবেন?

শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে লালমন্দির থেকে রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে শোভাবাজার রাজবাড়ি পেরিয়ে সোজা হাতিবাগানের দিকে এগিয়ে যান। কিছুদূর গিয়ে ট্রামলাইনের রাস্তায় বাঁ হাতে পড়বে সুতানুটি কমিউনিটি হল, তার ঠিক পিছনেই পেয়ে যাবেন এই পুজোর মণ্ডপ।

থিম শিল্পী: শঙ্কর পাল

প্রতিমা শিল্পী: সৌমেন পাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja Pandal Durga Puja Theme Durga Puja 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE