Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Bangladesh News

নির্দেশের অপেক্ষা, হুজি পাণ্ডা হান্নানের ফাঁসির জন্য তৈরি ঢাকার কারা কর্তৃপক্ষ

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নান-সহ তিন জঙ্গির প্রাণদণ্ড কার্যকর করতে বাংলাদেশের জেল দফতর সম্পূর্ণ প্রস্তুত।

মুফতি হান্নান। ছবি: সংগৃহীত।

মুফতি হান্নান। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৭:৩৭
Share: Save:

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নান-সহ তিন জঙ্গির প্রাণদণ্ড কার্যকর করতে বাংলাদেশের জেল দফতর সম্পূর্ণ প্রস্তুত। আজ নিজের দফতরে সাংবাদিকদের ডেকে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে দিলেন বাংলাদেশের কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। ইফতেখার বলেন, ‘মুফতি হান্নান-সহ তিন জঙ্গির ফাঁসি কার্যকরে নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। আমরা সব সময়ই প্রস্তুত। এর আগেও অনেক অপরাধীর দণ্ড কার্যকর হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নির্দেশনা এলে জেল কোড অনুসারে ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন

বোরখা পরা নারীরাও ভোট দিয়েছেন, সম্মান দিও: যোগীকে পরামর্শ বাবার

এ দিকে গাজিপুরের কাশিমপুর কারাগারের সেলে বন্দি মুফতি হান্নান ও তার এক সহযোগি শাহেদুল আলম ওরফে বিপুলকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ আবেদন খারিজের খবর ও মুত্যু পরোয়ানার আদেশ জারির কথা জানানো হয়েছে। তারা তাদের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানাবেন।
২০০৪ সালের ২১ মে সিলেটে ঢাকার প্রাক্তন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ-সহ তিন জন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক-সহ কমপক্ষে ৪০ জন। পরে এ ঘটনায় বিচার কাজ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মহম্মদ আফজাল জঙ্গি হান্নান-সহ তিন জঙ্গির প্রাণদণ্ডের সাজা এবং অপর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আসামিরা আপিল করলে দণ্ড বহাল রাখেন আপিল বিভাগের বিচারপতিরা। সুপ্রিম কোর্টেও বহাল থাকে আসামীদের সাজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE