Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International news

নিম্ন আদালতগুলিতে নিরাপত্তা ব্যবস্থার বাড়াতে অনুরোধ জানাল সুপ্রিম কোর্ট

বাংলাদেশে আদালতগুলির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। গত ২৩ মার্চ শীর্ষ আদালত প্রশাসন ওই চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৭:৪৩
Share: Save:

বাংলাদেশে আদালতগুলির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। গত ২৩ মার্চ শীর্ষ আদালত প্রশাসন ওই চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন।

ওই চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব নিম্ন আদালতের বিচারক, কর্মচারী ও আদালত-সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতি গভীর ভাবে উদ্বিগ্ন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় দেশের প্রতিটি আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারপতি এবং কর্মচারী-সহ আদালত-সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন-সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ বিভাগ-সহ মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব, আইন ও বিচার বিভাগের সচিবকে ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দু’জন খতম হলেও জঙ্গিমুক্ত নয় সিলেটের বাড়ি, দায় নিল আইএস

অন্য দিকে, সিলেটের জঙ্গি দমন অভিযানের মধ্যে বোমা বিস্ফোরণ ও হতাহতের ঘটনার প্রেক্ষাপটে সারা দেশে পুলিশ সদস্যদের সতর্ক করেছে পুলিশ মহা পরিদর্শকের দফতর। পুলিশের উপ মহাপরিদর্শক (মিডিয়া) এ কে এম শহীদুর রহমান এ বিষয়ে বলেন, ‘‘গতকাল দেশের প্রত্যেক রেঞ্জ ও প্রতিটি জেলায় পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশপাঠানো হয়েছে।’’ নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকার মিরপুরের কালসি সড়কে রবিবার বাঙ্কার বসিয়ে পাহারা দিতে দেখা গিয়েছে পুলিশকে। বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর তা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে এখনও অভিযান চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Supreme court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE