Advertisement
০২ মে ২০২৪
Bangladesh High Court

শিশুদের স্কুলব্যাগের ওজন বেঁধে দিল বাংলাদেশ হাইকোর্ট

স্কুলের ব্যাগটা বড্ড ভারী হলেও কেউ পাত্তা দেয় না। বইতে পারি না পারি, কাঁধ ঝুলে যাক, পিঠে ব্যথা হোক, মা বাবা থেকে মাস্টারমশাই দিদিমণি সব বুঝেও বোঝে না কেউ। কিন্তু যুগান্তকারী রায়ে বড়দের এই ‘মানুষ করার অত্যাচার’-এর হাত থেকে রেহাই মিলতে চলেছে বাংলাদেশের শিশুদের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ২০:০৪
Share: Save:

স্কুলের ব্যাগটা বড্ড ভারী হলেও কেউ পাত্তা দেয় না। বইতে পারি না পারি, কাঁধ ঝুলে যাক, পিঠে ব্যথা হোক, মা বাবা থেকে মাস্টারমশাই দিদিমণি সব বুঝেও বোঝে না কেউ। কিন্তু যুগান্তকারী রায়ে বড়দের এই ‘মানুষ করার অত্যাচার’-এর হাত থেকে রেহাই মিলতে চলেছে বাংলাদেশের শিশুদের।
প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন নিষিদ্ধ করে আইন প্রণয়নের নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। এ ছাড়া সদ্য স্কুলে যাওয়া অর্থাৎ প্রাক-প্রাথমিকের শিশুদের কাঁধে-পিঠে কোনও ধরনের বইয়ের ব্যাগ চাপানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ের কপি পাওয়ার ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে বাংলাদেশের আইনসচিব, শিক্ষাসচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তদারকি করতে নতুন করে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে বলেছে উচ্চ আদালত। সার্কুলারে মনিটরিং সেল গঠন, শিশুদের ১০ শতাংশের বেশি ওজন বহন করানো হলে শাস্তিমূলক কী ব্যবস্থা থাকবে, তা উল্লেখ করে ওই সার্কুলার জারি করতে বলা হয়েছে ৩০ দিনের মধ্যে।
এর আগে গত বছর প্রাথমিকের স্কুল ব্যাগ বহনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে তিন আইনজীবী ২০১৪ সালে একটি রিট করেন। রিট আবেদনে বলা হয়, প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্ষেত্রে শিশুর ওজনের ১০ ভাগের বেশি ওজনের ব্যাগ বহন করা যায় না। এতে শিশুর স্বাস্থ্যে প্রভাব পড়ে।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলে প্রাথমিক স্কুলগামী শিশুদের শরীরে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহনের নিষেধে আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। হাইকোর্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন। রিট আবেদনে বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন যুক্ত করা হয়। ওই সব প্রতিবেদনে বলা হয়, জীবনই যদি না বাঁচল তবে তা আবার কেমন ধারার পড়ালেখা? সেখানে দিল্লির একটি দৃষ্টান্ত দেখানো হয়। দিল্লি হাইকোর্ট প্রাক-স্কুলপর্যায়ে ব্যাগের ওজন শিশুর ওজনের ১০ শতাংশের কম করার নির্দেশ জারি করে। তার পরিপ্রেক্ষিতে কোন ক্লাসের শিশুরা সর্বোচ্চ কত ওজনের ব্যাগ বইতে পারবে, সে ব্যাপারে কেন্দ্রীয় বিদ্যালয় নীতিমালায় নির্দেশনাও দেওয়া হয়।

আরও পড়ুন, মোদী-মমতার লড়াইয়ে থমকে তিস্তা চুক্তি, চাপ বাড়াচ্ছে ঢাকা

আদালত রায়ে বলে, রুল জারির সময় আমরা একটি সার্কুলার জারি করতে বলেছিলাম। কিন্তু মন্ত্রণালয় তা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আদালত আরও বলে, শিশুরা জাতির ভবিষ্যত। শিশুদের ছোট থেকে মানসিক ও শারীরিকভাবে যন্ত্রণাদায়ক এমন কোনও কিছু করা থেকে বিরত থাকতে হবে।
রিটকারীরা তাঁদের আবেদনে অতিরিক্ত তথ্য হিসেবে আরও যোগ করেছিলেন, সম্প্রতি ইন্ডিয়ান জার্নাল অব পেডিয়াট্রিকসের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ শতাংশ শিশু বেশি ওজনের ব্যাগ বহনের কারণে পিঠের ব্যথায় ভুগছে। আর এক প্রতিবেদনে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন উদ্বেগ জানিয়ে বলেছে, বেশি ওজনের ব্যাগ বহনের কারণে শিশুদের স্থায়ী শারীরিক ক্ষতি হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে হাড়ের কাঠামো ঠিক হয়, এ সময় বেশি ওজন বহন করা একেবারে অনুচিত।
আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেল, সংযুক্ত আরব আমিরাতেও শিশুরা এভাবে ভুগছে। গত বছর দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিল সতর্ক করে দিয়ে বলেছে, ভারী ব্যাগ বহনের কারণে শিশুদের মেরুদণ্ডের স্থায়ী ক্ষতি হচ্ছে। স্পেনেও আছে একই সমস্যা। দেশটির ‘আর্কাইভস অব ডিজিজ ইন চাইল্ডহুড’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, স্কুলব্যাগের অতিরিক্ত ওজনে শিশুর পিঠব্যথাসহ নানা শারীরিক সমস্যা হয়। একই অবস্থা পাকিস্তানের শিশুদেরও। রায় ঘোষণার সময় আদালতে রিট আবেদনকারী তিন আইনজীবী মামুন হাসান চৌধুরী, মহঃ জিয়াউল হক ও মহঃ আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন। অন্য দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজিদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE