Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

পাঁচ সপ্তাহ পর অবশেষে মঙ্গলবার কাজে ফিরলেন টয়োটার বেঙ্গালুরু কারখানার কর্মীরা। কর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্নাটক সরকারের নির্দেশ মেনেই এ দিন সকাল ও দুপুরের শিফটে কারখানায় এসেছেন কর্মীরা। সংস্থাও এই খবরের সত্যতা স্বীকার করেছে। তবে ইউনিয়নের দাবি, বরখাস্ত কর্মীদের ফিরিয়ে আনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলবে। উল্লেখ্য, গত ১৬ মার্চ ওই কারখানার দু’টি ইউনিটে লকআউট ঘোষণা করেছিল টয়োটা। ২৪ মার্চ সেই লকআউট তুলে নিলেও, দাবি না-মানায় কাজে যোগ দেননি সংস্থার কর্মীরা।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৪ ০১:৫৩
Share: Save:

কাজে যোগ দিলেন টয়োটার কর্মীরা
সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

পাঁচ সপ্তাহ পর অবশেষে মঙ্গলবার কাজে ফিরলেন টয়োটার বেঙ্গালুরু কারখানার কর্মীরা। কর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্নাটক সরকারের নির্দেশ মেনেই এ দিন সকাল ও দুপুরের শিফটে কারখানায় এসেছেন কর্মীরা। সংস্থাও এই খবরের সত্যতা স্বীকার করেছে। তবে ইউনিয়নের দাবি, বরখাস্ত কর্মীদের ফিরিয়ে আনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলবে। উল্লেখ্য, গত ১৬ মার্চ ওই কারখানার দু’টি ইউনিটে লকআউট ঘোষণা করেছিল টয়োটা। ২৪ মার্চ সেই লকআউট তুলে নিলেও, দাবি না-মানায় কাজে যোগ দেননি সংস্থার কর্মীরা।

ফের পড়ল টাকা
সংবাদ সংস্থা • মুম্বই

ফের পড়ল টাকা। মঙ্গলবার তার সাপেক্ষে ডলারের দাম বাড়ল ১৭ পয়সা। পৌঁছে গেল ৬০.৭৬ টাকায়। টাকার তুলনায় মার্কিন মুদ্রাটির এই দর গত প্রায় এক মাসে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, তেল সংস্থাগুলি-সহ আমদানিকারীদের তরফ থেকে ডলারের চড়া চাহিদা এবং ভোট এগোনোর সাথে সাথে শেয়ার বাজারে বিদেশি আর্থিক সংস্থাগুলির সাবধানী মনোভাবই এর কারণ।

তথ্য চাইল সিএজি

রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের হাতে থাকা কেজি-ডি৬ ব্লক সম্পর্কে তথ্য চেয়েও তা সময়ে না-পাওয়ায় পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি দিল সিএজি। মন্ত্রকের কর্তাদের অভিযোগ, এমন কিছু তথ্য চাওয়া হয়েছে, যা তাঁদের এক্তিয়ারের বাইরে। সংস্থার অবশ্য দাবি, তারা তথ্য সময়মতোই সিএজি-কে দিয়েছে।

শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ

ভারতীয় ব্যাঙ্কগুলিকে তাদের বিদেশি শাখা থেকে উৎপাদন বা পরিকাঠামো শিল্পের কোনও সংস্থাকে টাকায় ধার শোধের জন্য বৈদেশিক বাণিজ্যিক ঋণ দিতে বারণ করল রিজার্ভ ব্যাঙ্ক। তাদের দাবি, ব্যাঙ্কিং ব্যবস্থায় ঝুঁকি কমাতেই এই নির্দেশ। একই সঙ্গে, বিজনেস করেসপন্ডেন্ট ব্যবস্থার দ্রুত প্রসারের জন্য তাঁদের কার্যপ্রণালী, প্রাপ্য অর্থ ইত্যাদি প্রতি ছ’মাসে পর্যালোচনা করতে বলল তারা।

সেবির জরিমানা

বেঙ্গল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে ৩ লক্ষ টাকা জরিমানা করল সেবি। কাজারিয়া সেরামিক্সে অংশীদারির কথা সময়ে না-জানানোর কারণেই এই পদক্ষেপ।


বাজারে এল মহীন্দ্রা রেভা ইলেকট্রিক ভেহিক্ল-এর বৈদ্যুতিক গাড়ি।
পুণেতে সেটিরই প্রদর্শনে সংস্থার সিইও চেতন মইনি। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE