Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

আগামী অর্থবর্ষে বাজারে শেয়ার ছাড়তে পারে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। সোমবার ফিকি-র ‘ব্যাঙ্কিং কনক্লেভ’-এর ফাঁকে ব্যাঙ্কটির সিএমডি সুশীল মাহনোত জানান, চলতি অর্থবর্ষে মূলধনের চাহিদা মেটাতে তাঁরা সরকারের উপরেই ভরসা রাখছেন। উল্লেখ্য, এ বারের বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে মোট ১১ হাজার কোটি টাকার মূলধন জোগানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৪ ০৩:০৭
Share: Save:

শেয়ার ছাড়ার ইঙ্গিত ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আগামী অর্থবর্ষে বাজারে শেয়ার ছাড়তে পারে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। সোমবার ফিকি-র ‘ব্যাঙ্কিং কনক্লেভ’-এর ফাঁকে ব্যাঙ্কটির সিএমডি সুশীল মাহনোত জানান, চলতি অর্থবর্ষে মূলধনের চাহিদা মেটাতে তাঁরা সরকারের উপরেই ভরসা রাখছেন। উল্লেখ্য, এ বারের বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে মোট ১১ হাজার কোটি টাকার মূলধন জোগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মাহনোত জানান, তাঁরা কেন্দ্রের থেকে এক হাজার কোটি টাকা চেয়েছেন। তাই এ বছর বাজারে শেয়ার ছাড়ার কথা ভাবছেন না। আগামী অর্থবর্ষে তা ছাড়া হতে পারে। দীর্ঘ মেয়াদি বন্ড ছাড়লে ব্যাঙ্কগুলিকে সুবিধা দেওয়ার প্রস্তাবও এ বারের বাজেটে দেওয়া হয়েছে। ব্যাঙ্কটির শীর্ষ কর্তা জানান, মাস ছয়েকের মধ্যে তাঁরা এ ধরনের পরিকাঠামো বন্ড বাজারে ছাড়বেন।

এমসিএক্সের শেয়ার কিনছে কোটাক ব্যাঙ্ক

সংবাদ সংস্থা • মুম্বই

পণ্য বাজার এমসিএক্সে ফিনান্সিয়াল টেকনোলজিস (এফটিআইএল)-এর ১৫% শেয়ার মালিকানা কিনতে চলেছে কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক। ৪৫৯ কোটি টাকায় ওই অংশীদারি কিনতে ইতিমধ্যেই চুক্তি করেছে তারা। উল্লেখ্য, এনএসইএলে ৫,৬০০ কোটি টাকার তছরুপ কাণ্ডের পরে জিজ্ঞেশ শাহ পরিচালিত এফ টি আই এল কোনও এক্সচেঞ্জ চালানোর উপযুক্ত নয় বলে জানায় পণ্য বাজার নিয়ন্ত্রক এফএমসি। এমসিএক্সে তাদের অংশীদারি ২ শতাংশে নামিয়ে আনার নির্দেশও দেয় তারা। এই বিক্রির পরে যা দাঁড়াবে ৫ শতাংশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE