Advertisement
১১ মে ২০২৪

ত্রৈমাসিক আর্থিক ফলাফল

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ইস্পাত সংস্থাটির সামগ্রিক নিট লোকসান হয়েছে ১০৭ কোটি টাকা। গত বছর একই সময়ে তাদের মুনাফা হয়েছিল ৬৫৭ কোটি। প্রথম ত্রৈমাসিকে তাদের সামগ্রিক মোট আয়ও ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১,৬০১ কোটি টাকায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৩:১৩
Share: Save:

জেএসডব্লিউ স্টিল

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ইস্পাত সংস্থাটির সামগ্রিক নিট লোকসান হয়েছে ১০৭ কোটি টাকা। গত বছর একই সময়ে তাদের মুনাফা হয়েছিল ৬৫৭ কোটি। প্রথম ত্রৈমাসিকে তাদের সামগ্রিক মোট আয়ও ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১,৬০১ কোটি টাকায়। বিশ্ব জুড়েই গত ছ’মাসে ইস্পাত উৎপাদন ২ শতাংশ কমেছে বলে জানিয়েছে জেএসডব্লিউ স্টিল। চিন, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলি থেকে কম দামে ইস্পাত আমদানিও ভারতের বাজারে প্রভাব ফেলেছে বলে দাবি তাদের।

এসার অয়েল

এপ্রিল-জুন ত্রৈমাসিকে রেকর্ড মুনাফা করল দেশের দ্বিতীয় বৃহত্তম তেল শোধন সংস্থাটি। এই সময়ে তাদের নিট মুনাফা গত বছরের ৬৯১ কোটি টাকা তুলনায় বেড়ে হয়েছে ১,০৬৩ কোটি টাকা। তেল শোধন খাতে ব্যারেল পিছু আয় উল্লেখযোগ্য ভাবে বাড়াই মুনাফা বৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছে সংস্থা। তবে মোট আয় ২৫ শতাংশ কমে হয়েছে ২০,৫৭২ কোটি। বিশ্ব বাজারে তেলের দাম কমার জেরেই আয় কমেছে বলে এসার অয়েলের দাবি।

নোকিয়া

৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে কার্যকরী মুনাফা প্রায় দ্বিগুণ বাড়াতে সক্ষম হল ফিনিশ সংস্থাটি। মূলত নেটওয়ার্ক ব্যবসার হাত ধরেই দ্বিতীয় ত্রৈমাসিকে তা পৌঁছে গিয়েছে ৫০.৮০ কোটি ইউরোয়। একই সঙ্গে সংস্থার বিক্রিও ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২০ কোটি ইউরোয়। নোকিয়া নেটওয়ার্ক মুনাফা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থা সিইও রাজীব সূরি। উল্লেখ্য, নোকিয়া জানুয়ারি-ডিসেম্বর অর্থবর্ষ মেনে চলে।

বেদান্ত

প্রথম ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত বছরের একই সময়ের ৩৭৬ কোটি টাকার তুলনায় তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৬ কোটি টাকায়। তবে সামগ্রিক মোট আয় সামান্য কমে হয়েছে ১৬,৯৫২ কোটি টাকায়। বর্ষার পর থেকেই গোয়ার খনিতে ফের আকরিক লোহা উত্তলনের পরিকল্পনা রয়েছে সংস্থার। তবে তার নির্দিষ্ট সময় এখনই জানায়নি তারা।

ফেসবুক

খরচ বাড়ার কারণে ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে মুনাফা ৯ শতাংশ কমলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির। তবে এই সময় সংস্থার মোট আয় গত বছরের ২৯১ কোটি ডলারের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ কোটিতে। ২০১৪-র তুলনায় চলতি বছরে লগ্নির পরিমাণ ৫৫ থেকে ৬০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে সংস্থা। এর মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকেই তা ৮২ শতাংশ বাড়িয়েছে সংস্থা। যার পরিমাণ দাঁড়িয়েছে ২৭৭ কোটি ডলারে। আগামী দিনে মেসেঞ্জার, হোয়াট্‌স-অ্যাপের মতো পরিষেবায় বিনিয়োগ আরও বাড়ানো হবে বলে জানিয়েছে ফেসবুক। সংস্থার সামনে ব্যবসা সম্প্রসারণের আরও সুযোগ আসবে। তা কাজে লাগাতে এখন থেকেই তৈরি হতে চায় তারা। প্রসঙ্গত, ৩০ জুন পর্যন্ত মাসে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে গিয়েছে ১৪৯ কোটিতে। গত বছরের তুলনায় যা ১৩ শতাংশ বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE