Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভারতের ঋণের পরিমাণ বাড়াবে এডিবি

আগামী তিন বছরে ভারতকে দেওয়া ঋণের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বাড়াবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)। সম্প্রতি এ কথা জানান ব্যাঙ্কের প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। তিনি বলেন, ভবিষ্যতে এডিবি-র ঋণ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:১২
Share: Save:

আগামী তিন বছরে ভারতকে দেওয়া ঋণের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বাড়াবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)। সম্প্রতি এ কথা জানান ব্যাঙ্কের প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। তিনি বলেন, ভবিষ্যতে এডিবি-র ঋণ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই ভারতে দেওয়া ঋণও বাড়ানো হবে। যার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১,২০০ কোটি ডলার।

বর্তমানে ভারতকে ৭০০ ডলার ঋণ দেয় এডিবি। নাকাওয়ের দাবি, ২০১৮ সালের মধ্যে তা ধাপে ধাপে বাড়িয়ে ১,২০০ কোটি ডলারে নিয়ে যেতে চান তাঁরা। এখন বছরে সামগ্রিক ভাবে ১,৩০০ কোটি ডলার ধার দিতে পারে এডিবি। ক্ষমতা বাড়লে সেই অঙ্ক দাঁড়াবে প্রায় ২ হাজার কোটিতে।

চলতি বছরে ভারতে অর্থনীতি চিনকে ছাপিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন নাকাও। ২০১৫ সালে যেখানে চিনের বৃদ্ধির হার ৭.২ শতাংশ ছোঁবে বলে মনে করছে তারা। সেখানেই চলতি অর্থবর্ষে ভারতের ক্ষেত্রে তা ৭.৮ শতাংশ দাঁড়াবে বলে ধারণা এডিবি-র। এমনকী আগামী দিনে কেন্দ্রের সংস্কারে ভর করে সেই অঙ্ক আরও বাড়তে পারে বলেও তাদের মত। সে ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার কমে আসা, চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতি হ্রাস পাওয়া, বিমার মতো কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিমাণ বাড়ানোর মতো পদক্ষেপ করা হয়েছে, তা উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে জানিয়েছেন নাকাও। উল্লেখ্য, জুলাই মাসে ফের এক বার আর্থিক বৃদ্ধির হার নিয়ে নিজেদের পূর্বাভাস দেবে এডিবি।

এ দিকে, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানো উচিত বলে মন্তব্য করলেও, ভারতের ঋণনীতি নিয়ে কোনও আলাদা করে কোনও পূর্বাভাস করতে রাজি হননি নাকাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE