Advertisement
১৬ জুন ২০২৪

৩টি সরকারি সংস্থা বন্ধে সায় রাজ্য মন্ত্রিসভার

তিনটি সরকারি শিল্প সংস্থাকে বন্ধ করে দেওয়ার প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সংস্থা তিনটি হল: নিও পাইপস টিউব কোম্পানি লিমিটেড, ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং লিলি প্রডাক্টস লিমিটেড। পাশাপাশি, আর একটি রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যালসকে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার মন্ত্রিসভার বৈঠকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০১:২৩
Share: Save:

তিনটি সরকারি শিল্প সংস্থাকে বন্ধ করে দেওয়ার প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সংস্থা তিনটি হল: নিও পাইপস টিউব কোম্পানি লিমিটেড, ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং লিলি প্রডাক্টস লিমিটেড। পাশাপাশি, আর একটি রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যালসকে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার মন্ত্রিসভার বৈঠকে।

এ দিন নবান্ন থেকে বেরোনোর সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সংস্থাগুলি বন্ধ করা বা সেগুলির বিলগ্নিকরণ হলেও কোনও কর্মীর চাকরি যাবে না। তাঁদের অন্যত্র পুনর্বহাল করা হবে। নবান্ন সূত্রে অবশ্য খবর, ইতিমধ্যেই সংস্থাগুলিতে উৎপাদন প্রায় বন্ধ, কর্মী সংখ্যাও তলানিতে।

২০০৪-এ বাম সরকার রাজ্যের মালিকানাধীন শিল্প সংস্থার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করে। প্রথম দফায় লোকসানে চলা ৩৪টি সংস্থাকে ঢেলে সাজার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গাপুর কেমিক্যালস-সহ ৫টি সংস্থার কর্মী এবং ঋণভার কমিয়ে সরকারি নিয়ন্ত্রণে উৎপাদনও শুরু হয়। প্রথম দিকে লাভের মুখ দেখলেও দু’তিন বছরে লোকসানে চলে যায় দুর্গাপুর কেমিক্যালস। বাম আমলেই বাকি ৩টি সংস্থা যৌথ উদ্যোগে পুনর্গঠনের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ওই তিন সংস্থায় উৎপাদন আবার বন্ধ হয়ে যায়। এ বার সেগুলি বন্ধ করতে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

State Cabinet Government agencies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE