Advertisement
০৪ মে ২০২৪

রাসায়নিকে বিপুল লগ্নি সম্ভাবনার দাবি মন্ত্রীর

বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাথমিক কথা এখনই সেরে নিচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র। বুধবার মুম্বইয়ে তাঁর দাবি, রাজ্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছে দেশ-বিদেশের সংস্থা।

অমিত মিত্র।

অমিত মিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০২:০৬
Share: Save:

পেট্রোপণ্য ও রাসায়নিকের বাজার বা়ড়ছে বিশ্ব জুড়ে। আর, তা ধরতেই ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গ। এ জন্য আগামী বছরের গোড়ায় মুম্বইয়ে রাজ্য আয়োজিত শিল্প সম্মেলনের মঞ্চকে পাখির চোখ করছে তারা।

বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাথমিক কথা এখনই সেরে নিচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র। বুধবার মুম্বইয়ে তাঁর দাবি, রাজ্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছে দেশ-বিদেশের সংস্থা। ফলে ২০ হাজার কোটি টাকার লগ্নি আসার সম্ভাবনা। তিনি জানান, রাজ্যের নজর অনুসারী শিল্পের দিকে।

আরও পড়ুন: ৫ হাজার টাকায় এক একটা পেঁপে বেচেছেন রাম রহিম!

বণিকসভা ফিকির সঙ্গে রাজ্য মুম্বইয়ে সভার আয়োজন করে। জার্মান বহুজাতিক হিউব্যাক কালার্স, সিঙ্গাপুরের ডাও কেমিক্যাল, দীপক নাইট্রাইট, রিলায়্যান্সের মতো সংস্থার সঙ্গে বৈঠক করেন অমিতবাবু। তিনি জানান, হলদিয়া পেট্রোকেমের ঘুরে দাঁড়ানো ও মিৎসুবিশির লগ্নির প্রসঙ্গ ওঠে। ফিকির ন্যাশনাল কেমিক্যাল কমিটির চেয়ারম্যান ও দীপক নাইট্রাইটের কর্তা দীপক মেটা জানান, দেশের পাশাপাশি রফতানি বাজারের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ লগ্নির গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, ‘‘রাসায়নিক শিল্পের নজরে রয়েছে দক্ষিণ এশিয়ার বাজার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE