Advertisement
২১ মে ২০২৪

নোট-ধাক্কা কাটিয়ে উঠছে গাড়ি শিল্প

নোট বাতিলের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের গাড়ি শিল্প। ডিসেম্বরে যাত্রী-যানের (প্যাসেঞ্জার ভেহিকল্‌) বিক্রি রেকর্ড কমেছিল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৭
Share: Save:

নোট বাতিলের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের গাড়ি শিল্প। ডিসেম্বরে যাত্রী-যানের (প্যাসেঞ্জার ভেহিকল্‌) বিক্রি রেকর্ড কমেছিল। কিন্তু জানুয়ারিতে তা ১৪% বেড়েছে। যা দেখে গাড়ি নির্মাতাদের সংগঠন সিয়াম-এর আশা, চলতি অর্থবর্ষে সার্বিক ভাবে ব্যবসা বাড়তে পারে ১০%।

বৃহস্পতিবার সিয়ামের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় যাত্রী-গাড়ির (প্যাসেঞ্জার কার) বিক্রি বেড়েছে প্রায় ১১%। আর কেজো-গাড়ি (ইউটিলিটি ভেহিকল্‌) ও ভ্যান ধরে সার্বিক ভাবে যাত্রী-যানের বিক্রি বৃদ্ধির হার ১৪.৪%। গ্রামীণ এলাকাতেও বিক্রি বেড়েছে চোখে পড়ার মতো।

সিয়ামের ডিজি বিষ্ণু মাথুর বলেন, ‘‘বিক্রি বৃদ্ধির হার দেখে মনে হচ্ছে নোট বাতিলের প্রভাব কাটছে। গত মাসের মতো আগামী দু’মাসও ভাল যাবে বলে আশা করছি। সব মিলিয়ে এই অর্থবর্ষে বিক্রি ১০ শতাংশের কাছাকাছি বাড়বে বলে আমাদের আশা।’’

যাত্রী-গাড়ি বিক্রি আশার আলো দেখালেও, বাণিজ্যিক গাড়ির বিক্রি সামান্য কমেছে। জানুয়ারিতে স্কুটার এবং মোটরসাইকেলেরও বিক্রি কমেছে ১৪.৫% ও ৬%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Automotive Industry Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE