Advertisement
১৯ মে ২০২৪

সুদ কমাল আরও কিছু ব্যাঙ্ক

সোমবার এক ধাক্কায় ঋণে সুদ ১৪৮ বেসিস পয়েন্ট কমাল বন্ধন ব্যাঙ্ক। জানাল, তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসাব করা সুদ দাঁড়াচ্ছে ১০.৫২%। আর ব্যাঙ্কের ক্ষুদ্র-ঋণের সুদের নতুন হার ১৮.৫২% (১ লক্ষ টাকা পর্যন্ত ঋণে)।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০২:০৮
Share: Save:

নোট বাতিলের জেরে জমা পড়া বিপুল তহবিল ঋণ খাতে কাজে লাগাতে ব্যাঙ্কগুলির মধ্যে সুদ কমানোর প্রতিযোগিতা চলছেই।

সোমবার এক ধাক্কায় ঋণে সুদ ১৪৮ বেসিস পয়েন্ট কমাল বন্ধন ব্যাঙ্ক। জানাল, তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসাব করা সুদ দাঁড়াচ্ছে ১০.৫২%। আর ব্যাঙ্কের ক্ষুদ্র-ঋণের সুদের নতুন হার ১৮.৫২% (১ লক্ষ টাকা পর্যন্ত ঋণে)। সোমবার ঋণে সুদ ৭০ বেসিস পয়েন্ট কমানোর কথা জানিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কও। তাদের ১ বছরের সুদ হচ্ছে ৮.২০%।

১ বছর মেয়াদে ওবিসি এবং অন্ধ্র ব্যাঙ্কের সুদ ৮০ বেসিস পয়েন্ট কমে হয়েছে যথাক্রমে ৮.৬% এবং ৮.৬৫%। দেনা ব্যাঙ্কে তা ৭৫ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৮.৫৫%। আর কোটাক মহীন্দ্রার সুদ কমছে ৪৫ বেসিস পয়েন্ট পর্যন্ত।

এ দিকে, ঋণে সুদ কমানোর এক দিনের মাথায় গৃহঋণের সুদ ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক। মহিলাদের ক্ষেত্রে ৩০ লক্ষ টাকার ঋণে প্রথম দু’ বছরে যা ৮.৫%। পুরুষদের ৮.৫৫%। এর পরে ঋণের অঙ্ক অনুসারে বদলাবে হার।

প্রসঙ্গত, রবিবারই সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক, পিএনবি, ইউনিয়ন ব্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Banks Lending Rates
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE