Advertisement
১৭ মে ২০২৪
Business News

দেউলিয়া সংস্থাগুলি থেকে ৫৪ হাজার কোটি টাকা আসছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভাঁড়ারে

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, আদালতের নির্দেশে যে সংস্থাগুলিকে এই মাসের মধ্যেই বাধ্যতামূলক ভাবে অনাদায়ী ঋণ ও তার সুদ মেটাতে হবে, তাদের মধ্যে রয়েছে ‘এসার স্টিল ইন্ডিয়া’, ‘প্রয়াগরাজ পাওয়ার জেনারেশন কোম্পানি’, ‘রুচি সয়া ইন্ডাস্ট্রিজ’ এবং ‘রতন ইন্ডিয়া পাওয়ার লিমিটেড’।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৬:২৯
Share: Save:

আদালতের নির্দেশের চাপে পড়ে দেউলিয়া সংস্থাগুলি অনাদায়ী ঋণের টাকা মেটাতে শুরু করায় বছর-শেষে দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির ভাঁড়ারে ৫৪ হাজার কোটি টাকা জমা পড়তে চলেছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, আদালতের নির্দেশে যে সংস্থাগুলিকে এই মাসের মধ্যেই বাধ্যতামূলক ভাবে অনাদায়ী ঋণ ও তার সুদ মেটাতে হবে, তাদের মধ্যে রয়েছে ‘এসার স্টিল ইন্ডিয়া’, ‘প্রয়াগরাজ পাওয়ার জেনারেশন কোম্পানি’, ‘রুচি সয়া ইন্ডাস্ট্রিজ’ এবং ‘রতন ইন্ডিয়া পাওয়ার লিমিটেড’।

দেউলিয়া সংস্থার মামলাগুলির জন্য ২০১৬ সালে একটি বিশেষ আদালত গঠন করা হয়।

দেশের বিভিন্ন সংস্থা ও শিল্পপতিদের দেওয়া বিপুল পরিমাণ ঋণ দীর্ঘ দিন ধরে অনাদায়ী থাকায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির পক্ষে বিভিন্ন জরুরি প্রকল্পে আরও ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অন্যতম।

তার ফলে, তীব্রতর হয়ে উঠছে অর্থনৈতিক মন্দা। এই পরিস্থিতিতে অন্তত চারটি সংস্থার কাছ থেকে অনাদায়ী ঋণের টাকা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ভাঁড়ারে জমা পড়ার রাস্তা খুলে যাওয়ায় ব্যাঙ্কগুলি তো বটেই, কিছুটা স্বস্তি টের পাওয়া যাচ্ছে সরকারি স্তরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE