Advertisement
১০ মে ২০২৪

টুকরো খবর

বিভিন্ন রাজ্যপালের পরে এ বার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পরিচালন পর্ষদে ইউপিএ জমানায় নিযুক্ত স্বাধীন ডিরেক্টরদের সরাতে শুরু করল মোদী সরকার। যার প্রথম কোপ পড়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আইওসি-র উপর।

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ০২:৪৪
Share: Save:

ইউপিএ জমানার ৪ ডিরেক্টর বরখাস্ত আই ও সি থেকে

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বিভিন্ন রাজ্যপালের পরে এ বার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পরিচালন পর্ষদে ইউপিএ জমানায় নিযুক্ত স্বাধীন ডিরেক্টরদের সরাতে শুরু করল মোদী সরকার। যার প্রথম কোপ পড়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আইওসি-র উপর। সংস্থার চার জন ডিরেক্টরকে বরখাস্ত করেছে কেন্দ্র। শেয়ার বাজারকে আইওসি জানিয়েছে, কে জয়রাজ, নেসার অহমেদ, সুনীল কৃষ্ণ ও সায়ন চট্টোপাধ্যায়কে গত ২৭ অগস্ট স্বাধীন ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বস্তুত, যে কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্বাধীন ডিরেক্টররা নিযুক্ত হন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে নিয়ে গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি (এসিসি) দ্বারা। আইওসির ওই চার ডিরেক্টরকেই গত মার্চে তিন বছরের জন্য নিয়োগ করে এসিসি। বরখাস্তের ব্যপারে আইওসি চেয়ারম্যান বি অশোককে ফোন করা হলেও, উত্তর মেলেনি। তবে এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় যে, নরেন্দ্র মোদীর অধীন এসিসির সায় নিয়েই তাঁদের সরানো হয়েছে কি না। প্রসঙ্গত সংশ্লিষ্ট সূত্রের খবর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার পর্ষদে সাম্প্রতিক কালে হওয়া সমস্ত নিয়োগই খতিয়ে দেখছে কেন্দ্রের নয়া সরকার। তারা ইউপিএ আমলে নিযুক্ত সব ডিরেক্টরকেই সরিয়ে দিতে চায় বলে দাবি ওই সূত্রের।

পি এফ পেতে বেতন-সীমা বেড়ে মাসে ১৫ হাজার

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসার জন্য কর্মীর মাসিক বেতনের ঊর্ধ্বসীমা (কিছু নির্দিষ্ট শিল্প বাদে) ৬৫০০ থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। এ ব্যাপারে কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানান কর্মী প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সংগঠনের কেন্দ্রীয় কমিশনার কে কে জালান। এর ফলে আরও ৫০ লক্ষ কর্মী পিএফের আওতায় আসবেন। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে প্রকল্পটি রূপায়িত হবে। পাশাপাশি, পিফের আওতায় পেনশনের অঙ্ক গত চোদ্দ বছর এক জায়গায় থমকে থাকার পরে বেড়ে হয়েছে ন্যূনতম মাসিক ১,০০০ টাকা। এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনশিওরেন্স স্কিম বা পিএফে জমার ভিত্তিতে বিমার অঙ্ক বেড়ে হচ্ছে ৩.৬ লক্ষ। এত দিন তা ছিল ১.৫৬ লক্ষ টাকা।

চালু হল নতুন সেবি আইন

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সেবির হাত আরও শক্ত করার জন্য আনা আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। নতুন এই সিকিউরিটিজ লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্প্রতি সংসদে পাশ হয়েছে। এ বার থেকে সেবি সরাসরি কোনও সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দিতে পারবে। পাশাপাশি, যে-সব সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে তা মেটাতে ব্যর্থ হবে, প্রয়োজনে তাদের কর্তাদের গ্রেফতারের নির্দেশও জারি করতে পারবে। এ দিকে এ দিন ফের বেড়েছে সূচক। ৭৭.৯৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স নতুন রেকর্ড গড়ে বাজার বন্ধের সময়ে দাঁড়ায় ২৬৬৩৮.১১ অঙ্কে। এ দিন বিশ্ব বাজারে অধিকাংশ শেয়ার সূচকের মুখ নীচের দিকে থাকলেও ভারতের বাজার ছিল চাঙ্গা।

পেট্রাপোলে ব্যাহত বাণিজ্য

নিজস্ব সংবাদদাতা • পেট্রাপোল

বৈদেশিক মুদ্রা বিনিময় কারবারিদের অবস্থান-বিক্ষোভের জেরে পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশে পণ্য রফতানি ব্যাহত হল বৃহস্পতিবার বেলা ১২টার পর থেকে। তবে আমদানি স্বাভাবিকই ছিল। পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার শুভেন দাশগুপ্ত বলেন, “রফতানি ব্যাহত হওয়ার জন্য এ দিন কেন্দ্র প্রায় ২০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হয়েছে।” এ দিন বৈদেশিক মুদ্রা কারবারিরা বন্দরের সেন্ট্রাল ওয়্যার হাউজ কর্পোরেশন গুদামের মূল গেটের সামনে অবস্থান শুরু করেন। যার ফলে ট্রাক টার্মিনাস থেকে পণ্য-ভর্তি ট্রাক বেরোতে পারেনি। আন্দোলনকারীদের দাবি, শুল্ক দফতরের এক কর্তার নির্দেশে এ দিন বিএসএফ জওয়ানেরা তাঁদের দুই সহকর্মীকে মারধর করেছে। বিএসএফ ও শুল্ক দফতরের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। আন্দোলন চলাকালীন এক সময়ে বন্দরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কারবারিরা জানিয়েছেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। নির্যাতন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন হবে।

স্পট এক্সচেঞ্জ কাণ্ডে

স্পট এক্সচেঞ্জ তছরুপ কাণ্ডে এন কে প্রোটিন্স-এর ১৮.১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মুম্বই, গুজরাত, নয়ডার বেশ কিছু জায়গায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এ দিকে, পণ্য বাজার এমসিএক্স-এ নিজেদের হাতে থাকা শেষ ৫% শেয়ারই বেচল এফটিআইএল।

খাদ্য প্রক্রিয়াকরণে

কেন্দ্রীয় আর্থিক সহায়তায় গত এক বছরে ৫০টি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে তহবিল জুগিয়েছে রাজ্য। সম্প্রতি কলকাতায় ফুড-টেক ইন্ডিয়া প্রদর্শনীতে এ কথা জানালেন পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ডিরেক্টর জয়ন্ত আইকত। প্রদর্শনীতে তুলে ধরা হয় খাদ্য প্রক্রিয়াকরণ, বেকারি ও এই সংক্রান্ত পরিষেবা শিল্পের নানা বিষয়। ফুড-টেক ইন্ডিয়ার আয়োজকদের দাবি, রাজ্যে এই শিল্প ২০% হারে বাড়ছে ।

টিকিট কাটার অ্যাপ

ব্ল্যাকবেরি ফোনে ট্রেনের টিকিট কাটার নতুন অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করল আইআরসিটিসি। এটি মিলবে ব্ল্যাকবেরি-১০ ফোনে। সে ক্ষেত্রে ব্ল্যাকবেরি স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে সহজেই টিকিট কাটা যাবে, দাবি আইআরসিটিসি-র।

নতুন থ্রি-জি ফোন

বাজারে নতুন থ্রি-জি স্মার্ট ফোন নিয়ে এল হাইটেক মোবাইল। এই ‘অ্যামেজ এস-৩০৫’ ফোনটি অ্যান্ড্রয়েড কিটক্যাট প্রযুক্তি চালিত। এতে রয়েছে দু’টি ক্যামেরা, ভরা যাবে দু’টি সিম কার্ডও। পাশাপাশি, কার্ডের সাহায্যে রাখা যাবে ৩২ জিবি তথ্য। সংস্থার দাবি, তাদের এই ৩.৫ ইঞ্চি স্ক্রিন সম্বলিত ফোনটির দাম পড়বে ২,৯৯৯ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE