Advertisement
০৮ মে ২০২৪

টুকরো খবর

কিছু মেয়াদি আমানতে সুদের হারে রদবদল আনল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। সে ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের কম মেয়াদের আমানতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৭৫% করছে তারা। ১৮ সেপ্টেম্বর থেকেই এই নয়া হার চালু হবে বলে জানিয়েছে এসবিআই।

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৪
Share: Save:

জমায় সুদ বদল স্টেট ব্যাঙ্কে

সংবাদ সংস্থা • মুম্বই

কিছু মেয়াদি আমানতে সুদের হারে রদবদল আনল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। সে ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের কম মেয়াদের আমানতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৭৫% করছে তারা। ১৮ সেপ্টেম্বর থেকেই এই নয়া হার চালু হবে বলে জানিয়েছে এসবিআই। ব্যাঙ্কের দাবি, তাদের হাতে নগদের পরিমাণ যথেষ্ট এবং প্রত্যাশার তুলনায় বাজারে ঋণের চাহিদা কম। সেই কারণেই সুদের হার কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। অবশ্য ১৮০-২১০ দিনের জমায় সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক। এর ফলে তা দাঁড়াচ্ছে ৭.২৫ শতাংশ।

শহরের সংস্থাকে বারণ টাকা তুলতে

সংবাদ সংস্থা • মুম্বই

কলকাতার সংস্থা উইয়ার্ড ইন্ডাস্ট্রিজকে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতে নিষেধ করল সেবি। পাশাপাশি, সংস্থা ও তার ডিরেক্টরদের মূলধনী বাজার থেকে দূরে থাকতেও নির্দেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রক। পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত বাজারে কোনও ধরনের ঋণপত্র এবং শেয়ার ছেড়ে টাকা তুলতে পারবে না তারা। বাজারে নথিভুক্তির নিয়ম না-মেনে প্রেফারেন্স শেয়ার ও সিকিওর্ড রিডিমেব্ল ডিবেঞ্চার ছেড়ে টাকা তোলার জন্যই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে সেবি।

মানেসরে মারুতির ২৫ লক্ষ গাড়ি

সাত বছর আট মাসে মানেসরের কারখানায় ২৫ লক্ষ গাড়ি তৈরি করল মারুতি-সুজুকি ইন্ডিয়া। সংস্থার দাবি, চলতি মাসে মানেসরের ‘বি লাইন’-এ তৈরি তাদের ২৫ লক্ষতম গাড়িটি ছিল সুইফ্ট। ওই কারখানায় সুইফ্ট ছাড়াও ডিজায়্যার, এ-স্টার, এসএক্স৪ এবং সেলেরিও গাড়ি তৈরি করে মারুতি। পর্যায়ক্রমে সেখানে তারা মোট লগ্নি করেছে ৫,১০০ কোটি টাকা। সংস্থার ইডি (প্লান্টস) রাজীব গাঁধীর দাবি, কোনও কারখানায় এত দ্রুত ২৫ লক্ষ গাড়ি তৈরি একটি নজির।

উন্নত তথ্যপ্রযুক্তি পরিষেবা দিতে

ছোট অফিস বা কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে উন্নত তথ্যপ্রযুক্তি পরিষেবা দেওয়ার জন্য বিশেষ ভাবে তৈরি পিকোসেল আনল এরিকসন। এই পিকোসেল বসালে সেখানকার টেলিফোন সংযোগ আরও উন্নত হবে ও ইন্টারনেটের গতি বাড়বে বলে দাবি সংস্থার। এরিকসন জানিয়েছে, ছোট অফিস-বাড়িতে যাতে কম খরচে ভাল পরিষেবা দেওয়া যায়, সে জন্যই এই উদ্যোগ তাদের। সিডিএমএ, টুজি, থ্রিজি, ওয়াই-ফাইয়ের মতো সব ধরনের প্রযুক্তির ক্ষেত্রেই কাজ করবে এই বিশেষ পিকোসেল।

এটিএম সুরক্ষায়

অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের সমস্ত এটিএমে বিশেষ নজরদারি ব্যবস্থা (ই-সার্ভেল্যান্স) চালু করল। এতে একটি কেন্দ্রীয় সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে দিনের ২৪ ঘণ্টাই এটিএমগুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। কোনও অনিয়ম হচ্ছে দেখলে স্বয়ংক্রিয় ভাবেই সেখানে থাকা হুটার বেজে উঠবে এবং সংশ্লিষ্ট থানা ও টহলদার পুলিশের কাছে খবর চলে যাবে বলে দাবি ব্যাঙ্কের। পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করা হবে ওই সুরক্ষা কেন্দ্র থেকেই। এটিএমে বিভিন্ন ধরনের জালিয়াতি ও লুঠ রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে তারা।

সেল শেয়ার বাজারে শীঘ্রই

বিলগ্নিকরণের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেলের ৫ শতাংশ শেয়ার বাজারে আসছে শীঘ্রই। আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যেই তা বাজারে আসার কথা বলে ইঙ্গিত মিলেছে সরকারি সূত্রে। সে ক্ষেত্রে ২০.৬৫ কোটি শেয়ারের প্রতিটি বর্তমান বাজার দর প্রায় ৭৭.১৫ টাকায় ছেড়ে সরকারের ঘরে ১৬০০ কোটি টাকার মতো আসার কথা।

এফএমসি-র প্রস্তাব

স্পট এক্সচেঞ্জ এনএসইএল-কে তার মূল সংস্থা এফটিআইএলের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দিল পণ্য বাজার নিয়ন্ত্রক ফরোযার্ড মার্কেটস কমিশন (এফএমসি)। তাদের মতে, এনএসইএল স্বাধীন ভাবে কাজ করতে এবং লগ্নিকারীদের টাকা ফেরত দিতে অক্ষম। যে কারণে এই প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি, দ্রুত লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য জিজ্ঞেশ শাহ পরিচালিত এফটিআইএলের ম্যানেজমেন্টের রাশ হাতে নিতেও কেন্দ্রকে সুপারিশ করেছে পণ্য বাজার নিয়ন্ত্রক।

ব্যাঙ্কের শাখা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার উদ্বোধন হল পাত্রসায়রের বামিরা গ্রামে। সোমবার ফিতে কেটে এই শাখা অফিসের উদ্বোধন করেন স্থানীয় দিনমজুর অনাথ বাগদি। ছিলেন ওই ব্যাঙ্কের বর্ধমান জোনের রিজিওনাল ম্যানেজার অলোককুমার গর্গ, স্থানীয় বালসি ১ পঞ্চায়েতের প্রধান তারকনাথ বাগদি প্রমুখ। পাত্রসায়র থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান নব পাল বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা এলাকায় এই ব্যাঙ্কের একটি শাখা খোলার দাবি জানিয়েছিলাম। এত দিনে সেই দাবি পূরণ হল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE