Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বেশ কয়েক বছর পরে এ বার সম্বতের প্রথম দিনে মুরত লেনদেনে শেয়ার বাজারের মুখে হাসি ফুটবে বলে আশা করছেন লগ্নিকারীরা। অন্তত মুরতের আগের দিন অর্থাৎ বুধবার বাজারের হাল সে রকমই ইঙ্গিত দিয়েছে। সম্বৎ হল গুজরাতি বছর। বুধবারই ছিল ২০৭০ সম্বতের শেষ দিন।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৪ ০২:০৩
Share: Save:

মুরত লেনদেনে আজ উঠতে পারে সূচক

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বেশ কয়েক বছর পরে এ বার সম্বতের প্রথম দিনে মুরত লেনদেনে শেয়ার বাজারের মুখে হাসি ফুটবে বলে আশা করছেন লগ্নিকারীরা। অন্তত মুরতের আগের দিন অর্থাৎ বুধবার বাজারের হাল সে রকমই ইঙ্গিত দিয়েছে। সম্বৎ হল গুজরাতি বছর। বুধবারই ছিল ২০৭০ সম্বতের শেষ দিন। এ দিন সেনসেক্স বেড়েছে ২১১.৫৮ পয়েন্ট। থিতু হয়েছে ২৬,৭৮৭.২৩ অঙ্কে। পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী ২০৭০ সম্বতে সেনসেক্স বেড়েছে ২৬.১২%, অর্থাৎ ৫৫৪৭.৮৭ পয়েন্ট। ওই সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত সংস্থাগুলির মোট শেয়ার-মূল্য বৃদ্ধি পেয়েছে ২৫ লক্ষ কোটি টাকা। আজ শুরু নতুন সম্বৎ। এই দিনটিই শেয়ার বাজার মহলে হালখাতার দিন হিসাবে পরিচিত। এ দিন বাজারে সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত এক ঘণ্টার বিশেষ লেনদেন বা মুরত ট্রেডিং হবে। সকলের আশা, এ দিন বাজার চাঙ্গা হবে। বছরের প্রথম দিন ভাল গেলে সারা বছর ভাল যাবে, এই বিশ্বাসে ভর করেই আজ শেয়ার বাজারমুখী হবেন লগ্নিকারীরা।

ডিএলএফের আর্জি

সংবাদ সংস্থা • মুম্বই

সেবি-র নিষেধাজ্ঞার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি জানাল ডিএলএফ। আপিল ট্রাইব্যুনাল স্যাট-এ ডিএলএফ গত সপ্তাহে যে-আর্জি জানিয়েছিল, বুধবার তার শুনানি ছিল। মিউচুয়াল ফান্ড, শেয়ার এবং অন্যান্য ঋণপত্রে ভারতের এই অন্যতম বৃহৎ আবাসন নির্মাতার যে হাজার হাজার কোটি টাকা আটকে রয়েছে, তার কিছুটা অন্তত তুলে নেওয়ার জন্য ডিএলএফ স্থগিতাদেশের আর্জি জানায়। এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ অক্টোবর।

অনলাইনে কেনাকাটা

ইন্টারনেট মারফত মুদি দোকানের পণ্য-সামগ্রী বিক্রেতা কলকাতার হোমজিনি ডট কম দেওয়ালি উপলক্ষে সম্প্রতি এনেছিল কম দামে কেনাকাটার বিশেষ সুযোগ। সংস্থার ডিরেক্টর ও অন্যতম প্রতিষ্ঠাতা অরুণ আর্যের দাবি, কলকাতা, হাওড়া থেকে বিপুল সাড়া মিলেছে। যা প্রমাণ করে অনলাইনে বাজার করার প্রবণতা দ্রুত বাড়ছে। সংস্থা কর্তৃপক্ষ জানান, সুযোগ দিতে সার্ভার সচল রাখার মতো নানা বিষয় নিশ্চিত করেছিলেন তাঁরা। লক্ষ্য ছিল ক্রেতাদের ঠিক মতো পরিষেবা দেওয়া।

শব্দ নয়, আলোর রোশনাইয়ে পালিত হোক দীপাবলি। সচেতনতার এই বার্তা ছড়াতেই
বুধবার একসঙ্গে হাঁটলেন জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার
সুরজিৎ কর পুরকায়স্থ, ডিসি-এসইডি গৌরব শর্মা, সিআইআইয়ের কর্মকর্তা সঞ্জয় বুধিয়া,
পল্লবী চট্টোপাধ্যায় ও প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় (বাঁ দিক থেকে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE